হঠাৎ কী এমন হল?
আরও পড়ুন: চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়
আরও পড়ুন: নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ
রিয়্যালিটি শো-এর একটি পর্বে মায়েদের নিয়ে হাজির হয়েছিলেন কম বয়সি অভিনেতারা। সকলেই সদ্য বয়ঃসন্ধি পেরিয়ে এসেছেন। তাঁদের প্রজন্মের সঙ্গে দারুণ আড্ডা জমে উঠেছিল রচনার। প্রতিযোগীদের মধ্যে ছিলেন সায়ক চক্রবর্তী, সোহেল দত্ত, সায়ন্ত, অভিষেক, বীর শর্মারা। তাঁদের নিয়ে মায়েদের সকলের একটাই অভিযোগ, ছেলেদের নাকি একাধিক বান্ধবী রয়েছে। সোহেলের মা জানান সোহেল নাকি ক্লাস ইলেভেন থেকে প্রেম করছে। শুনে তো মাথায় হাত রচনার! আর তখনই নিজের ছেলেকে লালন করার জন্য সেই মায়েদের কাছে টিপস চান রচনা। আর সেই সময়ে সোহেল রচনাকে প্রশ্ন করেন, "তোমার ছেলে প্রেম করে?"
advertisement
সোহেলের প্রশ্নে চমকে যান রচনা। তাঁর কথায়, ''অ্যাঁ! ক্লাস টেন তো! আমার জীবনে এরকম একটা প্রশ্ন আসবে, ভাবিনি, ধাক্কা খেলাম।'' বলে নিজেই হেসে ওঠেন সঞ্চালক। সোহেলরা বলেন, "সে হয়তো কাউকে পছন্দ করছে, কিন্তু তোমার ভয়ে বলতে পারছে না!" ব্যাস এই শুনেই দুশ্চিন্তায় পড়ে যান সঞ্চালক।
রচনা বলেন, ''আমার সঙ্গে শোয়ে। ঘাড় ধরে শোয়াই। শুতে চায় না। নানা কিছু বলে। তুমি এসি চালাও না, তোমার ফ্যান ধীরে চলে।'' সঙ্গে সঙ্গে সোহেল বলে ওঠেন, "ওগুলো তো অজুহাত। তার মানে বুঝতে হবে, ওর মনে ফুল ফুটেছে।" রচনা আঁতকে উঠে ক্যামেরার দিকে ঘুরে, ছেলেকে হুঁশিয়ারি দেন, “আজ বাড়ি গিয়েই তোমার ফোন চেক করব!” রচনার কাণ্ড দেখে হাসির রোল ওঠে 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে।