TRENDING:

ছেলে প্রেম করছে? এসি-ফ্যানের অজুহাতে মায়ের সঙ্গে ঘুমাতে চায় না, দুশ্চিন্তায় রচনা

Last Updated:

রিয়্যালিটি শো-এর একটি পর্বে মায়েদের নিয়ে হাজির হয়েছিলেন কম বয়সি অভিনেতারা। সকলেই সদ্য বয়ঃসন্ধি পেরিয়ে এসেছেন। তাঁদের প্রজন্মের সঙ্গে দারুণ আড্ডা জমে উঠেছিল রচনার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছেলেকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। ছেলে বড় হচ্ছে। মায়ের পাশে শুতে চায় না। ফোনে কি প্রেম করে তবে? বয়ঃসন্ধি বলে কথা। ছেলের জীবনে কী চলছে? এমনই চিন্তায় পড়লেন যে 'দিদি নম্বর ওয়ান'-এর সেট থেকে চিৎকার করে ছেলের উদ্দেশে বলে উঠলেন, "আজ বাড়ি গিয়েই তোমার ফোন চেক করব!"
advertisement

হঠাৎ কী এমন হল?

আরও পড়ুন: চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়

আরও পড়ুন: নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ

রিয়্যালিটি শো-এর একটি পর্বে মায়েদের নিয়ে হাজির হয়েছিলেন কম বয়সি অভিনেতারা। সকলেই সদ্য বয়ঃসন্ধি পেরিয়ে এসেছেন। তাঁদের প্রজন্মের সঙ্গে দারুণ আড্ডা জমে উঠেছিল রচনার। প্রতিযোগীদের মধ্যে ছিলেন সায়ক চক্রবর্তী, সোহেল দত্ত, সায়ন্ত, অভিষেক, বীর শর্মারা। তাঁদের নিয়ে মায়েদের সকলের একটাই অভিযোগ, ছেলেদের নাকি একাধিক বান্ধবী রয়েছে। সোহেলের মা জানান সোহেল নাকি ক্লাস ইলেভেন থেকে প্রেম করছে। শুনে তো মাথায় হাত রচনার! আর তখনই নিজের ছেলেকে লালন করার জন্য সেই মায়েদের কাছে টিপস চান রচনা। আর সেই সময়ে সোহেল রচনাকে প্রশ্ন করেন, "তোমার ছেলে প্রেম করে?"

advertisement

সোহেলের প্রশ্নে চমকে যান রচনা। তাঁর কথায়, ''অ্যাঁ! ক্লাস টেন তো! আমার জীবনে এরকম একটা প্রশ্ন আসবে, ভাবিনি, ধাক্কা খেলাম।'' বলে নিজেই হেসে ওঠেন সঞ্চালক। সোহেলরা বলেন, "সে হয়তো কাউকে পছন্দ করছে, কিন্তু তোমার ভয়ে বলতে পারছে না!" ব্যাস এই শুনেই দুশ্চিন্তায় পড়ে যান সঞ্চালক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রচনা বলেন, ''আমার সঙ্গে শোয়ে। ঘাড় ধরে শোয়াই। শুতে চায় না। নানা কিছু বলে। তুমি এসি চালাও না, তোমার ফ্যান ধীরে চলে।'' সঙ্গে সঙ্গে সোহেল বলে ওঠেন, "ওগুলো তো অজুহাত। তার মানে বুঝতে হবে, ওর মনে ফুল ফুটেছে।" রচনা আঁতকে উঠে ক্যামেরার দিকে ঘুরে, ছেলেকে হুঁশিয়ারি দেন, “আজ বাড়ি গিয়েই তোমার ফোন চেক করব!” রচনার কাণ্ড দেখে হাসির রোল ওঠে 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলে প্রেম করছে? এসি-ফ্যানের অজুহাতে মায়ের সঙ্গে ঘুমাতে চায় না, দুশ্চিন্তায় রচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল