আরও পড়ুন : অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া, কী বললেল তিনি
কোরিওগ্রাফার নির্দেশক রেমো ডিস্যুজা সলমনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ তিনি আরও বলেছেন শুধু ঝড় ওঠাটাই বাকি ৷ রেস ৩ তে সলমনকে এমন ভাবে প্রজেক্ট করা হবে যা আগে কখনও হয়নি ৷ তাই নির্দেশকের কাছে কাজটা খুব একটা সহজসাধ্য ছিলনা ৷ তিনি সলমনের জাবড়া ফ্যান ৷ অনেক বিষয় মাথায় রেখেই ছবিতে সলমনের এন্ট্রি বেশ ধামাকাদার করা হয়েছে ৷
advertisement
মূলত অ্যাকশন ও সাসপেন্সে ভরা এই ছবি দর্শকদের ভাললাগবে বলেই মনে করা হচ্ছে ৷ ছবির বিশেষত্ব এই যে ছবিতে সব স্টান্ট সলমন নিজেই করেছেন ৷ আবুধাবিতে দশদিনের শুট মাত্র ৫ দিনেই শেষ হয়েছে ৷
এবারের ইদে মু্ক্তি পেতে চলেছে রেস ৩ ৷ তাই সবাই এখন অপেক্ষায় বসে আরও একটি সলমন ঝড়ের ৷ তাই অপেক্ষার আর মাত্র ৪ দিন ৷
আরও পড়ুন : মাধুরীর মিষ্টি হাসির পিছনে রহস্য কী ? জানলে আপনিও চমকে যাবেন