বলিউড হাঙ্গামায় একটি সূত্রের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তা থেকে জানা যাচ্ছে যে, ‘পুষ্পা ২’ ছবির ৩ডি ভার্সন এখনও তৈরি হয়নি। তাই চলতি সপ্তাহে ৩ডি ভার্সন মুক্তি বাতিল করা হয়েছে। ওই সূত্রের বক্তব্য, ছবির ৩ডি ভার্সন এখনও শেষ হয়নি। ফলে চলতি সপ্তাহে এই ছবির ৩ডি ভার্সন রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এর ফলে আগামী ৫ ডিসেম্বর সারা দেশ জুড়ে চালানো হবে এই ছবির ২ডি ভার্সন। সেই সঙ্গে বিভিন্ন ভাষাতেও তা দেখানো হবে। আর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর ৩ডি ভার্সন মুক্তি পাবে, যেহেতু ছবির ৩ডি প্রিন্ট এখনও তৈরি হয়নি।
advertisement
আরও পড়ুন : প্রাক্তন প্রেমিককে ‘খুন’ করেছেন তাঁর বোন! এ কী বললেন বলিউড নায়িকা নার্গিস ফকরি! জানলে চমকে যাবেন
এখানেই শেষ নয়, একটি মাল্টিপ্লেক্সের এক ম্যানেজারের বক্তব্যও উল্লেখ করেছে বলিউড হাঙ্গামা। তিনি বলেছেন যে, “আমরা ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ৩ডি ভার্সনের নির্দিষ্ট কিছু শো দেখানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আজ আমাদের বলা হয়েছে যে, ৩ডি রিলিজে দেরি হবে। আপাতত আমরা সব শো ২ডি-তেই চালাব।” এখানেই শেষ নয়, ওই ম্যানেজার আরও বলেন যে, “৩ডি ভার্সনের টিকিটের দাম একটু বেশি হবে। কারণ ৩ডি চশমা দেওয়ার কারণে টিকিটের দামটাও বেশি হয়। কিন্তু চলতি সপ্তাহে ৩ডি ভার্সনের শো বাতিল হওয়ায় গ্রাহকদের সেই দামটা ফিরিয়ে দিতে হবে তাঁদের।”
প্রসঙ্গত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল। আর তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।