TRENDING:

Prosenjit Chatterjee on Tarun Majumdar : তাঁর ছবিতে হাতেখড়ি শিশুশিল্পী হিসেবে, ‘তনুজেঠু’ তাঁর শিক্ষাগুরু, স্মৃতি-অর্ঘ্য প্রসেনজিতের

Last Updated:

Prosenjit Chatterjee on Tarun Majumdar : প্রসেনজিতের কাছে তিনি ‘তনুজেঠু’৷ পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে ৷ ছুঁয়ে এলেন নিজের শিকড় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পরিচালকের পাশাপাশি তিনি একজন বড় শিক্ষক ৷ প্রয়াত তরুণ মজুমদার সম্বন্ধে শ্রদ্ধা জানিয়ে বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ বর্ষীয়ান পরিচালক ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ‘তনুদা’ নামে ৷ আর বুম্বাদা তথা প্রসেনজিতের কাছে তিনি ‘তনুজেঠু’৷ পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে ৷ ছুঁয়ে এলেন নিজের শিকড় ৷ জানালেন তরুণ মজুমদারের কাছে তাঁর অভিনয়ের হাতেখড়ি ছয়ের দশকের শেষে, ‘রাহগীর’ ছবিতে ৷ প্রয়াত পরিচালকের আর এক সুপারহিট বাংলা ছবি ‘পলাতক’-এর হিন্দি সংস্করণ ছিল সেটি ৷ হিন্দি ছবি ‘রাহগীর’-এ প্রসেনজিৎ অভিনয় করেছিলেন তাঁর বাবা বিশ্বজিতের শৈশবের ভূমিকায় ৷
পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে
পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে
advertisement

তরুণ মজুমদার তাঁর কাছে শুধু পরিচালক নন ৷ বরং একজন শিক্ষক তথা গুরু ৷ বাংলা ছবি যাঁদের পরিচালনায় ঋদ্ধ হয়েছে, সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, অজয় কর-সহ অন্যান্য দিকপালদের মধ্যে তাঁর তনুজেঠুও ছিলেন এক স্তম্ভ ৷ বললেন ‘পথভোলা’-র এক নায়ক ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কাছ থেকে তিনি যা পেয়েছেন , যা শিখেছেন, তা বলে শেষ করতে পারবেন না ৷ উপলব্ধি প্রসেনজিতের ৷

advertisement

আরও পড়ুন : বালিকা বধূ দেখেছেন ১৮ বার, তরুণ মজুমদার পরিচালিত মিষ্টি প্রেমের ছবি এখন বিরল, বললেন মিঠুন

আরও পড়ুন :  ‘কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জের শেষ নাম আজ চলে গেলেন’, তরুণ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্যবার্তা সৃজিতের

advertisement

পরবর্তীতে তরুণ মজুমদারের পরিচালনায় ‘পথভোলা’ এবং ‘আপন আমার আপন’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ৷ আর যা শিখেছেন, তা তাঁর অভিনয়জীবনের অবলন্বন ৷ নায়কের কথায়, তাঁদের প্রজন্মকে ভালবাসতেন তরুণ মজুমদার ৷ অসম্ভব স্নেহ করতেন ও খেয়াল রাখতেন ৷ তিনি যা হয়েছেন, সব তনুজেঠুর জন্যই ৷ অকপট স্বীকারোক্তি প্রসেনজিতের ৷ পরিচালকের প্রয়াণ বাংলা চলচ্চিত্রের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি, মনে করেন তিনি ৷ তবে তাঁর অমূল্য কাজ রয়ে যাবে শিক্ষণীয় তথা শিক্ষার আকর রূপে ৷ এই উপলব্ধি একা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নয় ৷ বরং সমগ্র প্রজন্মের ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee on Tarun Majumdar : তাঁর ছবিতে হাতেখড়ি শিশুশিল্পী হিসেবে, ‘তনুজেঠু’ তাঁর শিক্ষাগুরু, স্মৃতি-অর্ঘ্য প্রসেনজিতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল