TRENDING:

Prosenjit Chatterjee Corona Positive : করোনা আক্রান্ত প্রসেনজিৎ! খবর পেয়েই দেবের মন্তব্য, 'ওয়েলকাম টু দ্য ক্লাব দাদা'

Last Updated:

Prosenjit Chatterjee Corona Positive : এবার টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডে কোনও তারকাই করোনার হাত থেকে আর বাদ যাচ্ছেন না। একের পরে এক তারকা করোনা আক্রান্ত হচ্ছেন। এবার টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee Corona Positive)করোনা আক্রান্ত হলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।
করোনা আক্রান্ত প্রসেনজিৎ! খবর পেয়েই দেবের মন্তব্য, 'ওয়েলকাম টু দ্য ক্লাব দাদা'
করোনা আক্রান্ত প্রসেনজিৎ! খবর পেয়েই দেবের মন্তব্য, 'ওয়েলকাম টু দ্য ক্লাব দাদা'
advertisement

প্রসেনজিৎ (Prosenjit Chatterjee Corona Positive) লিখছেন, "দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। আমার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি এবং আশা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠার।" বুম্বাদার এই পোস্টে তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। বহু ভক্তরাই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে দেব (Dev) এই খবর পাওয়ার পরে প্রসেনজিৎকে ট্যাগ করে রসিকতা করেই টুইট করেন, "ওয়েলকাম টু দ্য ক্লাব দাদা।" কিছুদিন আগে অভিনেতা দেবও করোনা আক্রান্ত হয়েছিলেন। উপসর্গহীন অবস্থায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন দেব। তবে তিন দিনের মধ্যেই তিনি করোনামুক্ত হন।কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও তিন দিন পরেই করোনা মুক্ত হন এবং কাডে যোগ দেন। টলিউডের বহু তারকাই পর পর করোনা আক্রান্ত হয়েছেন। তবে সবাই বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন।

advertisement

আরও পড়ুন- করোনার সঙ্গে আছে নিউমোনিয়া! কেমন আছেন লতা মঙ্গেশকর, কবে হাসপাতাল থেকে ফিরছেন

প্রসঙ্গত (Prosenjit Chatterjee Corona Positive) কিছুদিন আগেই ভাইরাল হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত সোনামণি সোশ্যাল মিডিয়ার কেন্দ্রে উঠে আসেন। বীরভূমের সোনামণির সঙ্গে আলাপ করান গায়ক তথা অভিনেতা শিলাজিৎ মজুমদার। গড়গড়িয়া শিলাজিতের প্রাণের গ্রাম। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন শিলাজিৎ। তিনি বলেছিলেন, বলেছিলেন, ''বুম্বাদা, তোমার এখানে একটা বোন আছে। তুমি জানো না। গড়গড়ে গ্রামের কোণে থাকে তোমার এই বোন...।'' কে এই সোনামণি! বুম্বাদার অন্ধভক্ত। সেই সোনামণির ডাকে সাড়া দেন প্রসেনজিৎ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

ফেসবুকে একটি ভিডিও করে তার ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, "সোনামণি, তোমার বার্তা শুনে আমি অভিভূত। তোমাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা। পরিস্তিতি ভালো হলেই শিলাজিতের সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চয়ই আসব তোমাদের সাথে দেখা করতে। ভালো থেকো।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee Corona Positive : করোনা আক্রান্ত প্রসেনজিৎ! খবর পেয়েই দেবের মন্তব্য, 'ওয়েলকাম টু দ্য ক্লাব দাদা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল