আর সেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন সুপারস্টার নিজেই। মাইক নিয়ে কথা বলেন উৎসুক জনতা, মেট্রোযাত্রী ও ভক্তদের সঙ্গে। অবশেষে শান্তও করেন তাঁদের। প্রসেনজিৎ এদিন নিজেই স্বীকার করেন যে, তাঁর জীবনে প্রথমবার এরকম অভিনব প্রচারে অংশ নিলেন তিনি। 'রিয়েল লাইফ হিরো'-র ভূমিকায় বুম্বাদা।
আরও পড়ুন: বিয়ের তারিখ স্থির, হঠাৎ বেঁকে বসলেন ঈপ্সিতা, মাথায় টোপর পরেই চিৎকার শুরু ঋষভের
advertisement
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। সুরকার দেবদীপ মুখোপাধ্যায় নিউজ18 বাংলাকে জানালেন, ২০০০ সালের সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে এই টাইটেল ট্র্যাকে নতুন রূপে পাওয়া যাবে। গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন দেবদীপ। একইসঙ্গে গানের ভিডিওয়ে তাঁকে নাচতেও দেখা গিয়েছে।
১০ বছর পর এমন নাচের গানে পারফর্ম করেছেন প্রসেনজিৎ। 'বিক্রম সিং'য়ের পর আবার 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র জন্য একেবারে পুরনো অবতারে ফিরে এসেছেন তিনি। প্রসেনজিতের সঙ্গে এই গানে বর-কনে বেশে নাচতে দেখা গিয়েছে ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ত্রয়োদশীতে বড় খবর! বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, অবশেষে বিয়ের তারিখ ফাঁস
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে নিয়ে প্রথম বার ছবি বানাচ্ছেন পরিচালক সম্রাট শর্মা। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।
সম্রাট এদিনের প্রচারে বিশৃঙ্খলতা প্রসঙ্গে নিউজ18 বাংলাকে বললেন, ''মেট্রো স্টেশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবার সঙ্গে নাচ করছেন। ভিড় তো হবেই। গান হচ্ছে। নস্টালজিয়া কাজ করেছে ভক্তদের মনে। সবাই খুবই উত্তেজিত এবং উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। কিন্তু ভিড় হলেও, তা সামলানোর চেষ্টা করেছে সবাই মিলে। আসলে এই ছবির প্রথম গান এমন ভাবে সাড়া ফেলেছে দেখে খুব আনন্দিত আমরা। আরও অনেক চমক আসতে চলেছে।''
