TRENDING:

মেট্রো স্টেশনে প্রসেনজিতের নাচ দেখতে অশান্ত ভিড়! মাইক হাতে সামাল দিলেন নায়ক

Last Updated:

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। সুরকার দেবদীপ জানালেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে নতুন রূপে পাওয়া যাবে। লেখা, সুর দেওয়া ছাড়া ভিডিওয়ে দেবদীপকে নাচতেও দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নয়া অবতারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র প্রচারে অভিনব পন্থা নিলেন তিনি। সেখানে ব্যান্ড পার্টি নিয়ে নাচে সামিল হন খোদ সকলের প্রিয় বুম্বাদা। প্রথম বার সর্বসমক্ষে এমন ভাবে নাচ করতে দেখা গেল প্রসেনজিৎকে। আর বাংলার সুপারস্টারকে দেখতে মেট্রো স্টেশনে প্রবল ভিড় জমে যায়। একটা সময় তা বিশৃঙ্খলার আকার নেয়। পুলিশ প্রশাসন ও নিরাপত্তা রক্ষীরা সামাল দিতে হিমশিম খায়।
advertisement

আর সেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন সুপারস্টার নিজেই। মাইক নিয়ে কথা বলেন উৎসুক জনতা, মেট্রোযাত্রী ও ভক্তদের সঙ্গে। অবশেষে শান্তও করেন তাঁদের। প্রসেনজিৎ এদিন নিজেই স্বীকার করেন যে, তাঁর জীবনে প্রথমবার এরকম অভিনব প্রচারে অংশ নিলেন তিনি। 'রিয়েল লাইফ হিরো'-র ভূমিকায় বুম্বাদা।

আরও পড়ুন: বিয়ের তারিখ স্থির, হঠাৎ বেঁকে বসলেন ঈপ্সিতা, মাথায় টোপর পরেই চিৎকার শুরু ঋষভের

advertisement

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। সুরকার দেবদীপ মুখোপাধ্যায় নিউজ18 বাংলাকে জানালেন, ২০০০ সালের সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে এই টাইটেল ট্র্যাকে নতুন রূপে পাওয়া যাবে। গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন দেবদীপ। একইসঙ্গে গানের ভিডিওয়ে তাঁকে নাচতেও দেখা গিয়েছে।

advertisement

১০ বছর পর এমন নাচের গানে পারফর্ম করেছেন প্রসেনজিৎ। 'বিক্রম সিং'য়ের পর আবার 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র জন্য একেবারে পুরনো অবতারে ফিরে এসেছেন তিনি। প্রসেনজিতের সঙ্গে এই গানে বর-কনে বেশে নাচতে দেখা গিয়েছে ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুন: ত্রয়োদশীতে বড় খবর! বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, অবশেষে বিয়ের তারিখ ফাঁস

advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে নিয়ে প্রথম বার ছবি বানাচ্ছেন পরিচালক সম্রাট শর্মা। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

সম্রাট এদিনের প্রচারে বিশৃঙ্খলতা প্রসঙ্গে নিউজ18 বাংলাকে বললেন, ''মেট্রো স্টেশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবার সঙ্গে নাচ করছেন। ভিড় তো হবেই। গান হচ্ছে। নস্টালজিয়া কাজ করেছে ভক্তদের মনে। সবাই খুবই উত্তেজিত এবং উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। কিন্তু ভিড় হলেও, তা সামলানোর চেষ্টা করেছে সবাই মিলে। আসলে এই ছবির প্রথম গান এমন ভাবে সাড়া ফেলেছে দেখে খুব আনন্দিত আমরা। আরও অনেক চমক আসতে চলেছে।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেট্রো স্টেশনে প্রসেনজিতের নাচ দেখতে অশান্ত ভিড়! মাইক হাতে সামাল দিলেন নায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল