বিয়ের তারিখ স্থির, হঠাৎ বেঁকে বসলেন ঈপ্সিতা, মাথায় টোপর পরেই চিৎকার শুরু ঋষভের

Last Updated:

ঋষভ বারবার ঈপ্সিতাকে বোঝানোর চেষ্টা করছেন যে, বিয়ের তারিখ স্থির হয়ে গেলে আচমকা পিছিয়ে আসা যায় না! কিন্তু কে শোনে কার কথা!

#কলকাতা: আগামী ২৫ নভেম্বর। বিয়ের তারিখ স্থির হয়ে গিয়েছে। কার্ড ছেপে গিয়েছে। হঠাৎ বেঁকে বসেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়। বিয়ে তিনি করবেন না। কিছুতেই না। এদিকে ঋষভ বসু মহা বিপাকে পড়েছেন। বারবার ঈপ্সিতাকে বোঝানোর চেষ্টা করছেন যে, বিয়ের তারিখ স্থির হয়ে গেলে আচমকা পিছিয়ে আসা যায় না! কিন্তু কে শোনে কার কথা!
ঋষভের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি ঈপ্সিতার? দু'জনের কি সম্পর্ক তৈরি হয়েছে? না, এ সবই আসলে নতুন ছবির দৌলতে।
advertisement
বড় পর্দায় আসছে ঋষভ-ঈপ্সিতার জুটি। ছবির নাম, 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।এই ছবি নিয়ে গত কয়েক মাস ধরেই তুমুল চর্চা টলিউডে। নতুন এই ছবিতে বাংলার বিখ্যাত জুটি ফিরছে। জল্পনা, এই ছবিতে বিয়ে হবে দুই তারকার।
advertisement
advertisement
কিন্তু সোমবার সকালে এই প্রচার ঝলকে চমকে দিয়েছেন ছবির নির্মাতারা। দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে ঋষভ এবং ঈপ্সিতা বিয়ে করা, না করা নিয়ে প্রবল বিবাদে ব্যস্ত। ঘরের বাইরে দাঁড়িয়ে সে ঝগড়ায় কান পেতেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এবং ঝগড়া শুনে নায়ক প্রথমে তাঁদের ধমক দিচ্ছেন। শেষে হাল ছেড়ে দিয়ে বলছেন, '''ওরা বেরিয়ে যা করার করুক। আমরা যাই।''
advertisement
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে নিয়ে প্রথম বার ছবি বানাচ্ছেন পরিচালক সম্রাট শর্মা। নিউজ18 বাংলাকে তিনি বললেন, ''প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন আছেন, ঋতুপর্ণা সেনগুপ্তও আছেন। এছাড়াও আছে ঈপ্সিতা আর ঋষভ। বিয়েটা কার সঙ্গে কার হবে সেটাই দেখার। কিন্তু যার সঙ্গেই হোক না কেন, মজাদার হবে। নাম দিয়ে বিয়ের কার্ড মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। পাত্র-পাত্রীর বিস্তারিত তথ্য থাকবে, সঙ্গে পাকা দেখার আমন্ত্রণ। ২৫ শে নভেম্বর বিয়ের আসরে আসা চাই কিন্তু।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের তারিখ স্থির, হঠাৎ বেঁকে বসলেন ঈপ্সিতা, মাথায় টোপর পরেই চিৎকার শুরু ঋষভের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement