ছবির নাম 'কাছের মানুষ'। প্রসেনজিৎ, দেব ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ। এই পুজোয় হলে এই দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা। ছবির প্রচার এখন তুঙ্গে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসেনজিৎ-দেবের কথোপকথনে চমকে উঠলেন উঠলেন ভক্তরা। প্রসেনজিতের চারটে বিয়ে? এইসব কী শোনালেন দেব?
advertisement
আরও পড়ুন: দেহব্যাবসা করে যৌন-রূপান্তর! ৭টি আন্তর্জাতিক সৌন্দর্যের মুকুট তাঁর জয়ের ঝুলিতে
সোফায় বসে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির বুম্বা'দা। দেবের কী আর সহ্য হয়? এসেই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন দাদা'কে। তাঁকে নাকি স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। কী বিপদ! বুম্বা'দা বেজায় বিপাকে। দেবকে জিজ্ঞেস করলেন কীভাবে করব? দেবের কথায় ব্যক্তিগত জীবনের গল্প দিয়েই নাকি লোক হাসানো যায়। বুম্বা'দার জীবনে এমন কী ঘটনা আছে যা শুনলে লোকে হাসবে? দেব আর বিলম্ব না করে বলেই বসলেন, "তোমার চারটে বিয়ে..."। বুম্বা'দা চমকে উঠলেন শুনে... তবে সুযোগ বুঝে ক্ষমাটাও চেয়ে বসেছেন ছোট দাদা। যাই হোক, তৎক্ষণাৎ হাসির মেজাজে ফিরে এসে একেবারে আসল চমকটা ছুঁড়ে দিলেন অভিনেতা।
আরও পড়ুন: 'গাঁটছড়া'-র ধাক্কায় ব্যর্থ 'মিঠাই'! এই সপ্তাহের টিআরপি তালিকা ওলটপালট
বুম্বা'দা হাতে গুণে হিসেব করে বললেন তাঁর যে তিনটে বিয়ে, চারটে কই? ভক্তরা সেই ভিডিও দেখে হেসেই খুন। তাঁদের এই কেমিস্ট্রি কি সিনেমাতেও দেখা যাবে? তা জানতে হলে অপেক্ষা আর মাত্র কিছুদিনেরই।