বছরখানেক আগে পরিচালক জুটি সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন জাগে, তিনি কি তবে বাবার মতোই অভিনয়ে নামছেন? কিন্তু তখন অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলন, না, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় আসার ইচ্ছে নেই তাঁর।
advertisement
এক সংবাদমাধ্যমে কথা বলার সময়ে তিনি তাঁর পেশাজীবনের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও অকপট কথা বলেন। দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ, অপর্ণার সঙ্গে দাম্পত্য এবং ভাঙন নিয়ে তো সকলেই জানেন।
আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা
আরও পড়ুন: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব
মেয়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘তাঁর সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। দেখা হয় না। বাইরে থাকেন। আমি তাঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনও অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না। যেটুকু চাই, ঈশ্বর নিশ্চয় দেবেন। আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন, যখন আমি আর আমার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরব।’’