TRENDING:

টলিউডের নতুন জুটি যশ-প্রিয়াঙ্কা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমরা শ্যুটিং বলতেই বুঝি স্টুডিও। হ্যাঁ, স্টুডিও-তে শ্যুটিং হয় বইকী, তবে রিয়্যাল লোকেশনের ফিলটা এক্কেবারে আলাদা। যশ আর প্রিয়াঙ্কার আগামী ছবির শ্যুটিং দেখতে গিয়ে আমরা সেটা উপভোগ করলাম। আপনাদের জন্যও কিছুটা বাঁচিয়ে এনেছি।
advertisement

ফ্যানের ভিড়, একটু হাত ছুঁয়ে দেখা, একটা ছবি তোলা কিংবা একটা সই, স্টার হতে সকলেই চায়. আর যখন স্বপ্ন সত্যি হয়, তখন কি সেই স্টার ধৈর্য ধরে রাখতে পারে? যশ-প্রিয়াঙ্কা পেরেছেন ৷ সুজিত মণ্ডলের আগামী ছবির শ্যুটিং করতে এই দু'ই তারকা হাজির চেতলা কলাবাগান বস্তিতে ৷

হ্যান্ডসম নায়ক যশ, এই ছবিতে বড়লোক বাড়ির ছেলে, তাহলে এই বস্তিতে কী করছে তিনি? জেনে নেওয়া যাক ৷

advertisement

প্রিয়াঙ্কা নিজে একজন মা, তাই বস্তির বাচ্চাদের সঙ্গে কাজ করতে তেমন বেগ পেতে হচ্ছে না নায়িকাকে. বরং বিষয়টা উপভোগই করছেন তিনি. ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম হিয়া ৷

বাণিজ্যিক ছবিতে চিরকালই সফল পরিচালক সুজিত মণ্ডল. এই ছবির মাধ্যমে যশ-প্রিয়াঙ্কার ফ্রেশ জুটি উপহার দিতে চলেছেন তিনি.

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কা ও যশ এই প্রথম পর্দায় একসঙ্গে আসতে চলেছে. তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের জুটিকে পছন্দ করছে দর্শক ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডের নতুন জুটি যশ-প্রিয়াঙ্কা