ফ্যানের ভিড়, একটু হাত ছুঁয়ে দেখা, একটা ছবি তোলা কিংবা একটা সই, স্টার হতে সকলেই চায়. আর যখন স্বপ্ন সত্যি হয়, তখন কি সেই স্টার ধৈর্য ধরে রাখতে পারে? যশ-প্রিয়াঙ্কা পেরেছেন ৷ সুজিত মণ্ডলের আগামী ছবির শ্যুটিং করতে এই দু'ই তারকা হাজির চেতলা কলাবাগান বস্তিতে ৷
হ্যান্ডসম নায়ক যশ, এই ছবিতে বড়লোক বাড়ির ছেলে, তাহলে এই বস্তিতে কী করছে তিনি? জেনে নেওয়া যাক ৷
advertisement
প্রিয়াঙ্কা নিজে একজন মা, তাই বস্তির বাচ্চাদের সঙ্গে কাজ করতে তেমন বেগ পেতে হচ্ছে না নায়িকাকে. বরং বিষয়টা উপভোগই করছেন তিনি. ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম হিয়া ৷
বাণিজ্যিক ছবিতে চিরকালই সফল পরিচালক সুজিত মণ্ডল. এই ছবির মাধ্যমে যশ-প্রিয়াঙ্কার ফ্রেশ জুটি উপহার দিতে চলেছেন তিনি.
প্রিয়াঙ্কা ও যশ এই প্রথম পর্দায় একসঙ্গে আসতে চলেছে. তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের জুটিকে পছন্দ করছে দর্শক ৷