তবে, এর মধ্যেই একটি পুরনো কাহিনির আমদানি ঘটেছে ৷ যা শুনে তাজ্জব বনে যেতে হয় বইকি! কী সেই ঘটনা? একটা সময় নাকি এক ভারতীয় টেলিতারকার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের কথা বলেছিলেন তাঁর কাকিমা ৷ একটা সময় ‘খিলাড়ি কিং’অক্ষয় কুমার, শাহিদ কাপুর, হরমন বাওয়েজার সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্করার ৷ কিন্তু তাঁদেরকে বিলকুল না-পসন্দ ছিল নায়িকার কাকিমার ৷ বরং প্রিয়াঙ্কার স্বামী হিসেবে পছন্দ ছিলেন এক হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ৷
advertisement
ভাবছেন কে তিনি ? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর কাকিমা চান প্রিয়াঙ্কা মোহিতকে বিয়ে করুক। কারণ, প্রিয়াঙ্কার কাকিমার দাবি ছিল যে মোহিত সৎ, ভদ্র ও ভাল অভিনেতা।
এই মোহিত রায়নাকেই দর্শকরা দেখেছিলেন ‘দেবও কা দেব মহাদেব’ধারাবাহিকটিতে ৷ সে সময় রাতারাতি বহু মহিলার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন মোহিত ৷ আর ‘মোহিত ম্যাজিক’থেকে বাদ পড়েনি প্রিয়াঙ্কার পরিবারও ৷ আর সেই কারণেই প্রিয়াঙ্কাকে মোহিতকে বিয়ে করার কথা বলেছিলেন প্রিয়াঙ্কার কাকিমা ৷
যদিও সেই ঘটনার পর অনেক বছর কেটেছে। এখন মোহিতের সঙ্গে মৌনি রায়ের সম্পর্ক নিয়ে বেশ জল্পনা চলছে। এদিকে মৌনি-মোহিত নিজেদের "জাস্ট ফ্রেন্ড" ক্যাটাগরিতেই রাখতে চান। অন্যদিকে প্রিয়াঙ্কা-নিককে নিয়ে জল্পনারও শেষ নেই। খবর আসছে, প্রিয়াঙ্কা নাকি নিকের সঙ্গে আগামী বছরই গাটছড়া বাঁধবেন। কিন্তু, এ সবই তো জল্পনামাত্র। কারণ কেউই আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি।