‘১৯৮২ শ্যতো মোতঁ রথসশিল্ড’ নামের এই ওয়াইনটি বিরল। এর ৭৫০ মিলি বোতলের দাম ১ লক্ষ ৩১ হাজার ৩৭৫ টাকা। শোনা গিয়েছেন, প্রিয়াঙ্কা নিকের ডেটিং শুরু হওয়ার পর থেকেই নিক প্রিয়াঙ্কাকে নানা ধরনের মূল্যবান উপহার দিয়ে নিজের ভালবাসা তুলে ধরেছেন। একটি রেডিও শোতে সাক্ষাৎকার চলাকালীন নিক জানিয়েছিলেন, তাঁদের এনগেজমেন্টের সময়ে প্রিয়াঙ্কার জন্য আংটি তাঁর পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমেরিকার এক বিখ্যাত জুয়েলারি বিপণনী সংস্থা টিফানি (Tiffany) স্টোর অন্য ক্রেতাদের জন্য বন্ধ করে নিজে একা সেই স্টোরে আংটি পছন্দ করেছিলেন।
advertisement
প্রিয়াঙ্কা একটি অনুষ্ঠানে তাঁর এনগেজমেন্ট রিং রহস্য ফাঁস করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছেন, “নিকের সঙ্গে আমার প্রথম পরিচয়ের পর, ধীরে ধীরে আমরা ডেটিং শুরু করি। সেই সময় হয় তো কোনও কথোপকথনে আমি নিককে বলেছিলাম আমার যখন এনগেজমেন্ট হবে তখন আমার টিফানির আংটি দরকার। আমার ভাবতেও অবাক লাগে, নিক বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছে এবং আমার এনগেজমেন্টের সময় আমার জন্য টিফানির রিং নিয়ে এসেছে”।
প্রিয়াঙ্কা এখন রুশো ব্রাদার্সের স্পাই থ্রিলার সিটাডেলের (Citadel) শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়াও দ্য ম্যাট্রিক্স ৪ (The Matrix 4), টেক্সট ফর ইউ (Text For You) সহ হলিউডের বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।