advertisement
সমাজ সেবা তাঁর জীবনের এক অঙ্গতে পরিণত হয়েছে ৷ এই পুরস্কার আমেরিকান অভিনেতা ও সমাজ সেবক ড্যানি কায়ের নামে প্রচলিত হয়েছিল ৷ যিনি এর আগে ইউনিসেফের বিশেষ দূত ছিলেন ৷ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ডায়নে বার্ন ফুরস্টনবার্গ ৩৭ বছর বয়সী প্রিয়াঙ্কাকে এই পুরস্কার প্রদান করেছেন ৷ এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সদভাবনা দূতের ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা ৷
একটি প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন তখন তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন ৷ তারপরেই তিনি ভাবেন সমাজের জন্যও কিছু করাটা দরকার ৷ তখনই তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে অন্য দুঃস্থ শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করতে শুরু করেন ৷ সেই সময়ে তাঁর এক সহযোগী নতাশা পাল তাঁকেই ইউনিসেফের কথা বলেছিলেন ৷ এই নিয়েই চর্চা শুরু করে দেন প্রিয়াঙ্কা ৷ তারপর সমাজ সেবায় ১৩ বছর অতিক্রান্ত করেছেন তিনি ৷