TRENDING:

Priyanka Chopra : ৫ বছর পর ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রিয়াঙ্কার

Last Updated:

রাখিবন্ধনের দিনটি প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ভাই সিদ্ধার্থের সঙ্গে এই বিশেষ দিনটি তিনি পালন করতে পারলেন ৫ বছর পরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : রাখিবন্ধনের দিনটি প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ভাই সিদ্ধার্থের সঙ্গে এই বিশেষ দিনটি তিনি পালন করতে পারলেন ৫ বছর পরে ৷ রবিবার ভাই সিদ্ধার্থ ও মা মধুর সঙ্গে লন্ডন থেকে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ ‘পাঁচ বছর পর একসঙ্গে রাখিবন্ধন পালন করলাম ৷ তোকে ভালবাসি ছোট ভাই, সিদ্ধার্থ ৷ ছবিতে সাদা পোশাকে প্রিয়াঙ্কা ছিলেন স্নিগ্ধ ৷ তাঁর নতুন সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং উপলক্ষে গত বছর থেকে প্রিয়াঙ্কা লন্ডনে আছেন ৷ একটি ছবিতে তাঁকে ভাইকে রাখি পরাতেও দেখা যায় ৷
advertisement

ক্যালিফর্নিয়ায় নিজের বাড়িতে জুনে কিছু দিন কাটান প্রিয়াঙ্কা ৷ তার পর কাজ শুরু করতে উড়ে যান লন্ডন ৷ মাল্টি সিরিজ ‘সিটাডেল’-এর পরিচালক দ্য রুশো ব্রাদার্স ৷

কিছু দিন আগে প্রিয়াঙ্কা নিজের পরবর্তী কাজ নিয়েও ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সেটি নিয়ে নেটদুনিয়ায় বহু আলোচনা হয় ৷ ফরহান আখতারের ‘জী লে জরা’ ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কইফ ও আলিয়া ভটের সঙ্গে ৷ রোড ট্রিপের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে উদযাপিত হবে তিন বান্ধবীর বন্ধুত্বও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিন বছর ধরে ছবিটি ঘিরে পরিকল্পনা চলেছে ৷ গত বছর ফেব্রুয়ারিতে তাঁরা একসঙ্গে কথা বলেন ছবি নিয়ে ৷ কিন্তু তার পরই অতিমারির দ্বিতীয় তরঙ্গে রুদ্ধ হয়ে যায় পৃথিবী ৷ ফলে ছবির কাজ কিছুটা পিছিয়ে যায় ৷ এ বার ফরহানের পরিচালনায় জীবনের জয়গান গাইবেন তিন কন্যা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra : ৫ বছর পর ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রিয়াঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল