ক্যালিফর্নিয়ায় নিজের বাড়িতে জুনে কিছু দিন কাটান প্রিয়াঙ্কা ৷ তার পর কাজ শুরু করতে উড়ে যান লন্ডন ৷ মাল্টি সিরিজ ‘সিটাডেল’-এর পরিচালক দ্য রুশো ব্রাদার্স ৷
কিছু দিন আগে প্রিয়াঙ্কা নিজের পরবর্তী কাজ নিয়েও ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সেটি নিয়ে নেটদুনিয়ায় বহু আলোচনা হয় ৷ ফরহান আখতারের ‘জী লে জরা’ ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কইফ ও আলিয়া ভটের সঙ্গে ৷ রোড ট্রিপের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে উদযাপিত হবে তিন বান্ধবীর বন্ধুত্বও ৷
advertisement
প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিন বছর ধরে ছবিটি ঘিরে পরিকল্পনা চলেছে ৷ গত বছর ফেব্রুয়ারিতে তাঁরা একসঙ্গে কথা বলেন ছবি নিয়ে ৷ কিন্তু তার পরই অতিমারির দ্বিতীয় তরঙ্গে রুদ্ধ হয়ে যায় পৃথিবী ৷ ফলে ছবির কাজ কিছুটা পিছিয়ে যায় ৷ এ বার ফরহানের পরিচালনায় জীবনের জয়গান গাইবেন তিন কন্যা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2021 12:37 AM IST