TRENDING:

প্রিয়াঙ্কা-কন্যার প্রথম ছবি প্রকাশ্যে! মা না বাবা, কার মতো ঠোঁট পেল মালতী

Last Updated:

চলতি বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা। তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১০ মাসের মাতৃত্ব পেরিয়ে প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা চোপড়া৷ এর আগে একাধিক বার মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বটে। কিন্তু কখনও হাত, কখনও পা, কখনও বা পিছন থেকে দৃশ্যমান হয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। কিন্তু এবার আরও একটু পর্দা সরল। মুখমণ্ডলের অনেকাংশ দেখতে পেলেন অনুরাগীরা।
advertisement

ছোট্ট ঠোঁটের আদুরে ছবি দেখে ভালবাসায় ভাসলেন ভক্তরা। চোখ ঢাকা উলের টুপিতে। একটি ছোট্ট হাত দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হল, কার মতো ঠোঁট পেয়েছে মালতী? মা না বাবার মতো? ছবির সঙ্গে 'দেশি গার্ল' লিখেছেন, 'মানে...' তার পরেই ভালবাসার চিহ্ন।

আরও পড়ুন: হুবহু হলি তারকা! প্রিয়াঙ্কার মতো তাঁর দেহরক্ষীর গুণমুগ্ধও অনেক, রইল অজানা গল্প

advertisement

চলতি বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা। তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল নিয়ঙ্কার মেয়ে।

advertisement

আরও পড়ুন: প্রিয়াঙ্কার অতিথি ঋতুপর্ণা! আমেরিকায় 'দেশি গার্ল'-এব বাড়িতে কী করছেন অভিনেত্রী

প্রিয়ঙ্কার শরীর অন্তঃসত্ত্বা হওয়ার অনুকূল থাকলেও বয়স ৪০-এর কোঠায় পৌঁছে যাওয়ায় কিছু সমস্যা হতে পারত। এই ভাবনা থেকেই সারোগেসির সাহায্য নিয়েছিলেন দম্পতি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি ভারত থেকে ঘুরে গেলেন প্রিয়াঙ্কা। মেয়েকে নিয়ে ৩ বছর বাদে দেশে এসেছিলেন তিনি। যদিও তখন মেয়ের ছবি প্রকাশ্যে আসেনি। পাপারাৎজিদের থেকে লুকিয়ে রেখেছিলেন একরত্তিকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কা-কন্যার প্রথম ছবি প্রকাশ্যে! মা না বাবা, কার মতো ঠোঁট পেল মালতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল