TRENDING:

Pritish Nandy Death: হৃদরোগে থামল পথচলা...বিনোদনকে বর্ণহীন করে চলে গেলেন সাংবাদিক প্রীতীশ নন্দী

Last Updated:

Pritish Nandy Death: বর্ণময়তার আর এক নাম ছিলেন প্রীতীশ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷ প্রবীণ অভিনেতা অনুপম খের বুধবার সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী এক দীর্ঘ পোস্টে প্রীতীশের মৃত্যুসংবাদ জানান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক তথা প্রযোজক প্রীতীশ নন্দী (৭৩)৷ বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়৷ বর্ণময়তার আর এক নাম ছিলেন প্রীতীশ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷ প্রবীণ অভিনেতা অনুপম খের বুধবার সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী এক দীর্ঘ পোস্টে প্রীতীশের মৃত্যুসংবাদ জানান৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয়তম এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম প্রীতীশ নন্দীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷’’ মুম্বইয়ে কেরিয়ার শুরুর দিনগুলিতে কীভাবে তাঁর পাশে প্রীতীশ ছিলেন, সে কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম৷
প্রীতীশ নন্দী (১৯৫১-২০২৫)
প্রীতীশ নন্দী (১৯৫১-২০২৫)
advertisement

প্রীতীশকে ‘ইয়ারোঁ কা ইয়ার’ বলে অনুপমের স্মরণ, ‘‘অসাধারণ কবি, লেখক, ছবি পরিচালক এবং সাহসী সাংবাদিক ছিলেন তিনি৷ মুম্বইয়ে লড়াই শুরু করার দিনগুলিতে তিনি ছিলেন আমার মূল ভরসা এবং শক্তি৷ জীবনে যে কয়েক জন সাহসী মানুষের পরিচয় পেয়েছি, প্রীতীশ তাঁদের মধ্যে অন্যতম৷ তিনি সব সময়ই লার্জার দ্যান লাইফ৷’’

১৯৫১ সালের ১৫ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্ম প্রীতীশের৷ প্রিন্ট এবং বৈদ্যুতিন-দুই মাধ্যমেই বিনোদনমূলক সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য নজির তৈরি করেছিলেন তিনি৷ নয়ের দশকে দূরদর্শনে তাঁর সঞ্চালনায় ‘দ্য প্রীতীশ নন্দী শো’ খুবই জনপ্রিয় হয়েছিল৷

advertisement

আরও পড়ুন : অতিরিক্ত ট্রেন থেকে চিকি‍ৎসা পরিষেবা, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ বন্দোবস্ত শিয়ালদহ ডিভিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তাঁর সম্পাদনায় ‘ইলাস্ট্রেডেট উইকলি’ পৌঁছেছিল এক বিশেষ উচ্চতায়৷ প্রীতীশ প্রযোজিত ছবিগুলির মধ্যে ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’, ‘হাজারো খোয়ায়েশি অ্যায়সি’, ‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘আঁখে’, ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘বো ব্যারাকস ফর এভার’ চিরস্থায়ী হয়ে থাকবে দর্শকমনে৷ ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভায় শিবসেনার সাংসদ৷ বিনোদন এবং সাংবাদিকতা জগতের অনেকেই প্রীতীশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pritish Nandy Death: হৃদরোগে থামল পথচলা...বিনোদনকে বর্ণহীন করে চলে গেলেন সাংবাদিক প্রীতীশ নন্দী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল