ওয়েব সিরিজের গল্পে ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার নিষিদ্ধ প্রণয়েই অবিনাশের রুটিন জীবন। সেই জীবনই হঠাৎ যেন হয়ে ওঠে জমজমাট থ্রিলার । ঘনিয়ে আসে বেশ কয়েকটা মৃত্যু যা আগে থেকেই আঁচ করতে পেরেছিল অবিনাশ। এটা কি বিশেষ কোনও ক্ষমতা অবিনাশের? নাকি এর পেছনে আছে অন্য রহস্য ?সেই সত্য উদঘাটন করবে ওয়েব সিরিজ 'শব চরিত্র' ।
advertisement
আরও পড়ুন : বিয়ের পর যেন আরও সুন্দরী হয়েছেন! জেনে নিন সদ্যবিবাহিতা মৌনীর রূপের রহস্য
সম্প্রতি নন্দন-এ আয়োজন করা হয় 'শব চরিত্র'র প্রিমিয়ারের। হাজির ছিলেন ছবির পরিচালক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা। ইমন বললেন, "প্রথমত এই সিরিজে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। সাইকিয়াট্রিস্টের চরিত্রে দেখা যাবে আমাকে। খুব মজা করে আনন্দের সঙ্গে কাজটা করেছি। গোটা সিরিজ দেখতে পেরে আমি সত্যিই খুব আপ্লুত। খুবই ভাল ,খুবই সুন্দর ভাবে বানানো এই সিরিজ।’’
আরও পড়ুন : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা
আরও পড়ুন : কাঁথা স্টিচের শাড়ির সঙ্গে বড় লাল টিপ, ঋতুরাজ বসন্তের সমাগমে চিরকালীন বাঙালি সাজে ধরা দিলেন ঋতু, দেখুন ছবি
অন্যদিকে অনির্বাণ জানান ‘‘একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছি । থ্রিলারকে অন্যভাবে ট্রিটমেন্ট দিয়েছেন পরিচালক দেবাশিস ।নিজের কাজ কেমন হয়েছে সেটা বড় পর্দায় আজ দেখতে পাওয়ার সুযোগ হল ।খুবই ভাল লাগছে৷’’
ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে যুধাজিৎ সরকার ,অঙ্কিতা মাঝি, পরান বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর এবং পায়েল রায়কে। ক্লিকে দেখা যাবে এই ওয়েব সিরিজ।