পাশাপাশি শুক্রবার দুপুরে তিনি এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ বাংলা ও তামিলনাড়ুর ভোটপরবর্তী ধন্যবাদজ্ঞাপনকারী সফর বলেই এই পদক্ষেপকে মনে করা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্টালিনের দিকে যে নেতারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলের সঙ্গেই সাক্ষাৎ করবেন পি কে ৷ তবে রাজনীতির বিশেষজ্ঞদের ধারণা, এর পিছনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভবিষ্যতের সমীকরণও কার্যকর হতে পারে ৷ এটা কি মোদীবিরোধী জোট গড়ে তোলার সলতে পাকানোর প্রস্তুতি? ইতিমধ্যেই উঠে গিয়েছে এই প্রশ্নও ৷
advertisement
বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের অন্যতম নেপথ্য-কারিগর প্রশান্ত কিশোর ৷ তবে নির্বাচনের ফলপ্রকাশের পর এই ভোটকুশলী জানিয়েছিলেন তিনি ভোটকৌশল তৈরির কাজ আর করবেন না ৷ রাজনীতির ময়দান ছেড়ে পা রাখবেন অন্য পেশায় ৷ তবে এর পর বিস্তারিতভাবে আর কিছু জানাননি তিনি ৷ আপাতত তাঁর মুম্বই সফর ঘিরে জল্পনা তুঙ্গে ৷