তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণীটি! নাম প্রণব জুয়েলার্স। এই সংস্থার একাধিক শাখা রয়েছে তামিলনাড়ুতে। ইডি সূত্রে খবর, ওই স্বর্ণ প্রতিষ্ঠানটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছে। আর এই মামলাতেই তলব করা হয়েছে প্রকাশ রাজকে। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকার জন্যই অভিনেতাকে তলব করা হয়েছে। মনে করা হচ্ছে এই কাণ্ডে অভিনেতাও যুক্ত থাকতে পারেন। তবে সবটাই তদন্তের পর জানা যাবে!
advertisement
আরও পড়ুন: হঠাৎ বাড়িতে বিষাক্ত সাপ ঢুকলে কী করবেন? জানুন বিশেষজ্ঞের কৌশল! ভয় পেলেই সর্বনাশ
এর আগে গত ২০ নভেম্বর সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। এখনও পর্যন্ত তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করালেও নির্দিষ্ট সময়ে সুদ-সমেত অর্থ স্বর্ণবিপণীটি ফেরাতে পারেনি বলে অভিযোগ। এরপর এফ আই আর করা হয়! পুরো কেসটা তদন্ত শুরু করে ইডি! সেই সূত্র ধরেই এবার ইডির অফিসে তলব প্রকাশ রাজকে!