প্রদীপ্তর কথায়, ''আমার ছবি ‘বাকিটা ব্যক্তিগত' তৈরির সময় মেলা বানিয়েছিলাম। কিন্তু ভিড়ের জন্য শেষমেশ শ্যুট করতে পারিনি। তাই অনেকদিনের ইচ্ছে ছিল, মেলায় শ্যুট করব। সেটা পূর্ণ হল 'বিরহী ২'-তে এসে।" বেছে নিলেন আসল মেলাকেই। বাংলার অন্যতম বড় মেলায় সেট পাতলেন প্রদীপ্ত। বেথুয়াডহরীর কাছে অগ্রদ্বীপের মেলা (বর্ধমান)। গত দু'বছর করোনার কারণে মেলা বসেনি, এ বার ছিল ঠাসা ভিড়। বেথুয়াডহরী থেকে অনেকটা গাড়ি করে যাওয়া, তার পর গাড়ি ছেড়ে হেঁটে আরও ৪-৫ কিমি চলা। আর সেই রাস্তায় মানুষের ভিড়ই ভাসিয়ে নিয়ে যায় যেন। সেই রাস্তায় ক্যামেরা, মস্ত লাইট নিয়ে গিয়েছেন কলাকুশলীরা। মেলায় নিজেদের মতো করে একটি দোকান বানিয়ে তাতে শ্যুট করাও হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
প্রদীপ্ত বললেন, "মেলায় ঢোকার পর মনে হচ্ছিল সম্পূর্ণ অন্য জগতে পৌঁছে গিয়েছি৷ সবাই একটা অদ্ভুত ঘোরে ছিলাম। এই অভিজ্ঞতার কথা চিরকাল মনে থাকবে আমাদের সকলের।"
একইসঙ্গে ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছে তাঁদের। তেহট্টে শ্যুটিংয়ের সময়ে একদিন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন কলাকুশলীরা। শ্যুট সেরে ফেরার পথে টোটো নিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরের সিঁড়িতে উঠে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে কারও গুরুতর চোট লাগেনি।
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
এ সব নিয়েই 'বিরহী ২'-এর যাত্রা শুরু হয়েছে। ট্রেলার নিয়েই যেই পরিমাণ হইচই শুরু হয়েছে, তাতে সিরিজ নিয়েও বেশ আশাবাদী পরিচালক। একই রকম ভাবে উত্তেজিত অমিত সাহা, সায়ন ঘোষ, শতাক্ষী নন্দী, অনুরাধা মুখোপাধ্যায়, শ্রাবন্তী ভট্টাচার্য, সোহম মৈত্র, দীপক হালদার, নিলয় সমীরণ নন্দীর মতো শিল্পীরা।