প্রভাস স্বল্পভাষী। কাজ ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে মেপেই কথা বলেন। বিয়ের প্রশ্ন তো তাঁর কাছে কিছুটা বিনা মেঘে বজ্রপাতে মতোই! কবে বিয়ে করছেন? আচমকাই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অভিনেতার কাছে। তাতে যদিও খেই হারাননি তিনি। রসিকতার সুরে তাঁর উত্তর, "সলমন খানের বিয়ের পর আমি বিয়ে করব।" 'বাহুবলী'-এই মজার মন্তব্যই আপাতত অনুরাগীদের চর্চার রসদ জোগাচ্ছে।
advertisement
আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও
আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল
সলমনের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু শেষমেশ কোনও প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি। ৫৬-তেও 'ভাইজান' একা। তাই অনুরাগীরাও তাঁর নামের পাশে বসিয়ে দিয়েছেন 'চিরকুমার' তকমা। নিজেকে নিয়ে রসিকতা পিছপা হন না সলমন স্বয়ং। এ বার সেই পথেই হাঁটলেন প্রভাস।
শোনা গিয়েছিল, 'আদিপুরুষ'-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে কৃতীকে মন দিয়েছেন প্রভাস। সকলের অগোচরে নাকি চুটিয়ে প্রেম করছেন দুই তারকা। এ প্রসঙ্গে প্রভাস চুপ থাকলেও কৃতী নিজের বক্তব্য জানিয়েছেন। কয়েক দিন আগে যাবতীয় জল্পনায় জল ঢেলে তিনি জানান, তাঁর নতুন সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রটেছে, তা আদতে ভিত্তিহীন।