বছর শেষ হতে আর হয়তো একমাসের কিছু বেশি সময় বাকি ৷ কিন্তু এই নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের গোড়াতেই মুক্তি পাওয়ার কথা বলিউডের বেশ কিছু হাই বাজেট এবং দীর্ঘ প্রতীক্ষিত ছবি ৷ যেমন শাহরুখ-আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি ( ২৫ নভেম্বর), বিদ্যা বালানের কহানি- ২ ( ২ ডিসেম্বর), রণবীর সিং-বাণী কাপুরের বেফিকরে ( ৯ ডিসেম্বর) এবং আমির খানের ছবি দঙ্গলের (২৩ ডিসেম্বর) ৷ কিন্তু দেশে টাকা নিয়ে যা পরিস্থিতি, তাতে নভেম্বরের ছবিগুলি তো বটেই, ডিসেম্বরেও তাদের ছবি রিলিজ করাতে এখন ভয় পাচ্ছেন প্রযোজকরা ৷ গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘রক অন ২’ বা ‘ফোর্স ২’ দুটি ছবিরই বক্স অফিস রিপোর্ট বেশ খারাপ ৷ এই চরম আর্থিক সঙ্কটে খুব কম মানুষই এখন সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখার পক্ষপাতী ৷ তাই সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনিও সমস্ত ফিল্ম প্রযোজকদের তাঁদের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
advertisement