TRENDING:

Pori Moni|| Bangladesh News: বিছানায় 'রক্তের' দাগ! স্বামী 'রাজের মঙ্গলের জন্যেই...' সোশ্যাল মিডিয়ায় যা বললেন পরীমণি!

Last Updated:

Pori Moni|| Bangladesh News: ছবিতে দেখা যায় বিছানা ও বালিশে ফোঁটা ফোঁটা রক্তের দাগ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের সংবাদ শিরোনামে বাংলাদেশি অভিনেত্রী, পরীমণি। বছরের শুরুতে সেরেছিলেন বিয়ে। বছর শেষে সেই পরীমণিই ঘোষণা করলেন স্বামী রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর। সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন অভিনেত্রী। স্বামী শরিফুল রাজের সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না, তাই বিচ্ছেদের ঘোষণা করেন নায়িকা। সেখানেই শেষ নয়, আজ ২০২৩এর প্রথম দিনেই দুটি ছবি শেয়ার করেছেন পরী। যে ছবি দেখে রীতিমতো উদ্বিগ্ন পরীমণির অনুরাগীরা। কী এমন ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে? দুপুরে আরও একটি পোস্ট দিয়ে তার ইঙ্গিত নিজেই দিয়েছেন অভিনেত্রী। কী এমন লিখেছে সেই পোস্টে পরী?
সংবাদ শিরোনামে বাংলাদেশি অভিনেত্রী, পরীমণি
সংবাদ শিরোনামে বাংলাদেশি অভিনেত্রী, পরীমণি
advertisement

সোশ্যাল মিডিয়ায় এই ফেসবুক পোস্টে বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী পরীমণি লেখেন তাঁর সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার কথা, সন্তানের কথা ভেবে বড় সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পোস্টে পরী লিখেছেন,

"একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই।

advertisement

আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রিতিমতো দারুন এক সাংসারিক সুত্র হয়ে দাঁড়ালো।

আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু।

advertisement

কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।"

আরও পড়ুন: ডায়াবেটিসে বিষের সমান 'এই' আটার রুটি! কোন আটার রুটি কতগুলি খেলে Blood Sugar কন্ট্রোলে থাকবে? জানুন

আরও পড়ুন: পরোটাকে ইংরেজিতে কী বলে? এই প্রশ্নের উত্তর জানা আছে? শুনলে স্থির থাকতে পারবেন না গ্যারান্টি

advertisement

"রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না,আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।

advertisement

তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরন

বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিক ভাবেও আমি বিধ্বস্ত 🙏

রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে……!"

এদিন সকালের অন্য একটি পোস্টে ছবিতে দেখা যায় বিছানা ও বালিশে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। তবে ছবির ক্যাপশনে রাজের সম্পর্কে কিছু তখনও কিছু সরাসরি লেখেননি পরীমণি। শুধু লিখেছেন, 'লোডিং'। আগামিকাল সাংবাদিক বৈঠকেই কথা বলবেন বলে জানিয়ে দেন পরীমণি।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করার পরই শনিবার বেশ কিছু সংবাদমাধ্যমে পরী জানান, "ধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। তবে এখনও বিচ্ছেদ হয়নি। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমার মনমানসিকতা এখন ভাল নেই, এর বেশি আর কিছু বলতে পারছি না।" যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি শরিফুল রাজ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pori Moni|| Bangladesh News: বিছানায় 'রক্তের' দাগ! স্বামী 'রাজের মঙ্গলের জন্যেই...' সোশ্যাল মিডিয়ায় যা বললেন পরীমণি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল