গত, শুক্রবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট এবং অতিরিক্ত ঘাম হতে শুরু করেন নচিকেতা চক্রবর্তী । তড়িঘড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। এর পরেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সম্মতিতে তাঁর হৃদপিণ্ডে দু’টি স্টেন্ট বসানো স্টেন্ট বসানো হয়েছে।
advertisement
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সঙ্গে নিজে কথা বলেন মুখ্যমন্ত্রী। এবং শিল্পীর নচিকেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নচিকেতা৷ তার শরীর খারাপের খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা৷ এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উৎকন্ঠা বাড়ছে। তবে আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সকলের প্রিয় গায়ক৷ কবে আবার মঞ্চ কাঁপাতে আসবেন, আপাতত তার অপেক্ষায় অনুরাগীরা৷
