পঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশ কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে।
আরও পড়ুন; মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না ‘সুড়ঙ্গ’, বক্স অফিসে হতাশা
আরও পড়ুন: পর্দায় যেন এক অন্য নিশো! বহু প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ’ কেমন হল? প্রত্যাশা পূরণ হল কি
advertisement
গায়কের মৃত্যুর খবর পেয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ট্যুইট করেছেন, ‘প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব।’ শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পঞ্জাবের সঙ্গীতজগতে সুরিন্দরের অবদান অমূল্য। একইসঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সঙ্গীতশিল্পীর মৃত্যু যেন ‘পঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’
ছেলে মহিন্দর শিণ্ডাকে রেখে গেলেন সুরিন্দর। তাঁর ছেলেও একজন সঙ্গীতশিল্পী।