TRENDING:

Surinder Shinda Death: প্রয়াত সঙ্গীতশিল্পী সুরিন্দর, যেন লোকগানের স্বর্ণযুগের অবসান, শোকবার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Last Updated:

Surinder Shinda Death: পঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশ কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ৬৪ বছরের সুরিন্দর শিণ্ডার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। কেবল ভক্ত বা সহকর্মীরা নন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। বুধবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পঞ্জাবি বর্ষীয়ান গায়ক। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন সুরিন্দর।
প্রয়াত সুরিন্দর শিণ্ডা
প্রয়াত সুরিন্দর শিণ্ডা
advertisement

পঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশ কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে।

আরও পড়ুন; মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না ‘সুড়ঙ্গ’, বক্স অফিসে হতাশা

আরও পড়ুন: পর্দায় যেন এক অন্য নিশো! বহু প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ’ কেমন হল? প্রত্যাশা পূরণ হল কি

advertisement

গায়কের মৃত্যুর খবর পেয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ট্যুইট করেছেন, ‘প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব।’ শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পঞ্জাবের সঙ্গীতজগতে সুরিন্দরের অবদান অমূল্য। একইসঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সঙ্গীতশিল্পীর মৃত্যু যেন ‘পঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’

advertisement

ছেলে মহিন্দর শিণ্ডাকে রেখে গেলেন সুরিন্দর। তাঁর ছেলেও একজন সঙ্গীতশিল্পী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Surinder Shinda Death: প্রয়াত সঙ্গীতশিল্পী সুরিন্দর, যেন লোকগানের স্বর্ণযুগের অবসান, শোকবার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল