TRENDING:

Popular Actor Death: সাতসকালেই বিরাট দুঃসংবাদ...! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Popular Actor Death: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা, কৌতুকাভিনেতা এবং সঙ্গীতশিল্পী মাধন বব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা, কৌতুকাভিনেতা এবং সঙ্গীতশিল্পী মাধন বব ৷ শনিবার সন্ধ্যায় আদিয়ারে তাঁর নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
News18
News18
advertisement

সহযোগী শিল্পী হিসেবে তার ভূমিকার জন্য পরিচিত, তিনি ভানামে এল্লাই, থেভার মাগান, পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা, নম্মাভার, সাথী লীলাবথি, থেনালি, সুন্দরা ট্রাভেলস এবং পুভ উনাক্কাগা-সহ অনেক তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন ।

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই সব শেষ…!’ দু’বার বিয়ে-ডিভোর্স, মদ্যপানে নষ্ট লিভার, অসহ্য নরকযন্ত্রণায় ৩৪ বছরে অকালে মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, বলুন তো কে?

advertisement

এছাড়াও দুটি মালায়ালাম ছবি এবং একটি হিন্দি ছবি করে কৃতিত্ব পেয়েছিলেন অভিনেতা। তিনি অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আসথাপোভাধু ইয়ারু’ -তে বিচারক হিসেবে বিখ্যাত ছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷

আরও পড়ুন-অগাস্টেই লাগবে ‘লটারি’…! গ্রহরাজ বুধের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৪ রাশি হবেন ‘রাজা’, দু-হাত ভরে উপচে পড়বে টাকা-পয়সা-সম্পত্তি, মিলবে কুবেরের ধন

advertisement

পরিচালক কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, ‘কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে ভানামে এল্লাই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন । তাকে আবার জাথি মাল্লিতে অভিনয় করা হয়েছিল । মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন, তার আত্মার চিরশান্তি কামনা করি’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actor Death: সাতসকালেই বিরাট দুঃসংবাদ...! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল