TRENDING:

Poonam Pandey Holi Party: রঙের পার্টিতে হঠাৎ 'জীবন্ত' পুনম পাণ্ডে! অ্যাডাল্ট তারকাকে দেখে আঁতকে উঠলেন তারকারাও! ভিডিও ভাইরাল

Last Updated:

Poonam Pandey Holi Party: পার্টির অন্দরমহল থেকে চমকে দেওয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। পুনমকে দেখে ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা এমন আঁতকে উঠতে পারে, তা কে জানত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হোলির দিন তারকাদের সমাবেশ অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের আস্তানায়। সোমবার, ২৫ মার্চ মুম্বইতে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য একটি হোলি পার্টির আয়োজন করেছিলেন তারকা দম্পতি। পার্টিতে টেলিভিশন তারকা থেকে বড়পর্দার একাধিক তারকা সকাল থেকে রং খেলায় মেতেছেন। ইশা মালব্য, অভিষেক কুমার-সহ ‘বিগ বস’-এর একাধিক তারকাও উপস্থিত হয়েছেন। তা ছাড়াও কণিকা মান, করণবীর বোহরা, সানি লিওনি, অমিত সিয়াল এবং মনীষা রানীর মতো আরও বেশ কয়েকজন শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন অঙ্কিতা এবং ভিকি।
হোলির পার্টিতে পুনম পাণ্ডে
হোলির পার্টিতে পুনম পাণ্ডে
advertisement

কিন্তু সবার নজর কেড়েছেন কেবল একজন। পুনম পাণ্ডে। পার্টির অন্দরমহল থেকে চমকে দেওয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। পুনমকে দেখে ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা এমন আঁতকে উঠতে পারে, তা কে জানত! সারভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নিজের মৃত্যুর যে ভুয়ো খবর রটিয়েছিলেন, তার রেশ আজও রয়ে গিয়েছে মানুষের মনে। এবং সেই ঘটনার পর এই প্রথম লোকসমক্ষে ধরা দিলেন অ্যাডাল্ট তারকা।

advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, পুনম কায়দার সঙ্গে পার্টিতে পা রাখছেন, এবং আশপাশের সকল সেলিব্রিটিরা আঁতকে উঠে তাঁকে দেখছেন, কেউ কেউ আবার ‘বাপ রে’-ও বলে উঠছেন, কেউ কেউ সরে যাচ্ছেন, সকলের চক্ষু ছানাবড়া ‘জীবন্ত’ পুনমকে দেখে।

অঙ্কিতা-ভিকির হোলি পার্টি ‘আনভি কি রাস লীলা’য় পুনমের ক্যানসার নিয়ে ‘খেলা’র কথাই সকলের মনে পড়ে যায়। এবং বিরক্তি, অসন্তোষ প্রকাশ পায় ইন্ডাস্ট্রির অন্দরমহলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই পার্টিতেই ভিকি এবং অঙ্কিতা তাঁদের আসন্ন মিউজিক ভিডিওর ঘোষণা করেন। ‘লা পিলা দে শরাব’-এ একসঙ্গে নাচও করেছেন দম্পতি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা ইনস্টাগ্রামে সেই ভিডিওর ঘোষণা করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poonam Pandey Holi Party: রঙের পার্টিতে হঠাৎ 'জীবন্ত' পুনম পাণ্ডে! অ্যাডাল্ট তারকাকে দেখে আঁতকে উঠলেন তারকারাও! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল