কিন্তু সবার নজর কেড়েছেন কেবল একজন। পুনম পাণ্ডে। পার্টির অন্দরমহল থেকে চমকে দেওয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। পুনমকে দেখে ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা এমন আঁতকে উঠতে পারে, তা কে জানত! সারভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নিজের মৃত্যুর যে ভুয়ো খবর রটিয়েছিলেন, তার রেশ আজও রয়ে গিয়েছে মানুষের মনে। এবং সেই ঘটনার পর এই প্রথম লোকসমক্ষে ধরা দিলেন অ্যাডাল্ট তারকা।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, পুনম কায়দার সঙ্গে পার্টিতে পা রাখছেন, এবং আশপাশের সকল সেলিব্রিটিরা আঁতকে উঠে তাঁকে দেখছেন, কেউ কেউ আবার ‘বাপ রে’-ও বলে উঠছেন, কেউ কেউ সরে যাচ্ছেন, সকলের চক্ষু ছানাবড়া ‘জীবন্ত’ পুনমকে দেখে।
অঙ্কিতা-ভিকির হোলি পার্টি ‘আনভি কি রাস লীলা’য় পুনমের ক্যানসার নিয়ে ‘খেলা’র কথাই সকলের মনে পড়ে যায়। এবং বিরক্তি, অসন্তোষ প্রকাশ পায় ইন্ডাস্ট্রির অন্দরমহলেই।
এই পার্টিতেই ভিকি এবং অঙ্কিতা তাঁদের আসন্ন মিউজিক ভিডিওর ঘোষণা করেন। ‘লা পিলা দে শরাব’-এ একসঙ্গে নাচও করেছেন দম্পতি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা ইনস্টাগ্রামে সেই ভিডিওর ঘোষণা করেছেন।