TRENDING:

সব রেকর্ড চুরমার, সবথেকে বড় হিট, ৭ দিনেই প্রায় ৩৫০ কোটি আয় ঐশ্বর্যার 'পোন্নিয়িন সেলভান ১'-এর

Last Updated:

মুক্তির সাত দিন পরও হাউজফুল ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত এই ঐতিহাসিক ছবি! সপ্তাহান্ত তো ছেড়েই দিন, সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতেও এই ছবির টিকিট মিলছে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাত্র ৭ দিনেই সবথেকে বড় হিট, বিশ্ব জুড়ে বক্সঅফিস কালেকশন দেখে চোখ কপালে ওঠার জোগাড়! শুধু জাতীয় নয়, বহু আন্তর্জাতিক ব্লকবাস্টার ছবিকেও গোলে গোলে বল মারছে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। মুক্তির সাত দিন পরও হাউজফুল ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত এই ঐতিহাসিক ছবি! সপ্তাহান্ত তো ছেড়েই দিন, সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতেও এই ছবির টিকিট মিলছে না। ৭ দিনে গোটা বিশ্বে বক্সঅফিস কালেকশন প্রায় ৩৫০ কোটি। যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই আয় হয়েছে ১৩০ কোটি।
advertisement

৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান ১’! ছবিটি রিলিজ হয়েছিল ৫ ভাষায়-- তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড়। দক্ষিণ ভারতের ইতিহাস কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের ওঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াই ফুটে উঠেছে বড় পর্দায়। বলাবাহুল্য, খরচ হয়েছে বিস্তর, কিন্তু সেই টাকা উঠে আসতেও যে সময় নেবে না, তা মাত্র ৭ দিনেই স্ষ্ট! পরিসংখ্যান বলছে, তামিলনাড়ুর প্রথম ছবি ‘পোন্নিয়িন সেলভানভ ১’ যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা তুলে আনতে পেরেছে। রিপোর্ট বলছে, ভারতে সপ্তম দিনে ছবিটি আয় করেছে ১১.৫০ কোটি। মোট ৭ দিনে আয় ১৭২ কোটি।

advertisement

আরও পড়ুন: ধনুষ-ঐশ্বর্য ফের বিয়ে করবেন? বিচ্ছেদের ৯ মাস পরে 'মাঠে' নামলেন রজনীকান্ত!

আরও পড়ুন: রিয়েলিটি শো ‘দাম’ দেয়নি, কিন্তু বলিউড কাঁপাচ্ছেন সেই ‘বাতিল’ গায়ক-গায়িকারা

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ট্যুইটারে ‘পোন্নিয়িন সেলভান ১’-এর আন্তর্জাতিক সার্কিটে সাফল্যের কারণ ব্যাখ্যা করেছেন--

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যদিও এই ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির  অভিযোগ তুলেছেন দক্ষিণীরাই। জাতীয় পুরষ্কারজয়ী তামিল পরিচালক ভেত্রিমারানের দাবি, রাজ রাজ চোল হিন্দু রাজা ছিলেন না। এতেই ফের দানা বেঁধেছে বিতর্ক। চোল বংশ ছাড়া আরও কিছু দক্ষিণ ভারতীয় রাজবংশের উল্লেখ রয়েছে এই ছবিতে। তাদের অধিকাংশই চোলদের শত্রু। তবে চোলদের সব সময়েই হিন্দু শাসক হিসাবে পরিচয় দেওয়া হয়েছে এ ছবিতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব রেকর্ড চুরমার, সবথেকে বড় হিট, ৭ দিনেই প্রায় ৩৫০ কোটি আয় ঐশ্বর্যার 'পোন্নিয়িন সেলভান ১'-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল