TRENDING:

মেসির সঙ্গে এক ফ্রেমে শ্রদ্ধার প্রাক্তন প্রেমিক! ছবি দেখে উত্তেজিত রণবীর-আলিয়ারা

Last Updated:

বলিতারকাদের উত্তেজনা, ভক্তি দেখতে পাওয়া যায় বিশ্বজয়ী, বিশ্বতারকা মেসির জন্য। রোহনের সঙ্গে ছবি দেখে অনেকেই কেবল খুশি, অনেকেরই হয়তো তার সঙ্গে আক্ষেপও করছেন এই ভেবে, রোহনের স্বপ্নপূরণ হল, তাঁদের হল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত বছর থেকেই একাধিক বার শিরোনাম দখল করেছেন বলিপাড়ার নামজাদা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠা। বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁদের প্রেম করছিল বলে শোনা গিয়েছিল। দু'জনকে নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু তাঁরা যদিও কেউ কোনও দিনও সে বিষয়ে মুখ খোলেননি। একদিন এও কানাঘুষো শোনা যায় যে তাঁদের সম্পর্কটা আর আগের মতো নেই। প্রেম ভেঙেছে অভিনেত্রী-চিত্রগ্রাহকের।
advertisement

ফিফা বিশ্বকাপ ২০২২-এর পাঁচদিন আচমকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা গেল চমকপ্রদ এক ছবি৷ লিওনেল মেসির সঙ্গে রোহনের সেল্ফি!

আরও পড়ুন: 'কাজ নিয়ে কথা বলতে ভাল লাগে', নতুন বছরে একাধিক চমক দিতে প্রস্তুত ইশা

আরও পড়ুন: রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে

advertisement

তারকারা যখন অন্য তারকাদের দেখে উত্তেজিত হন, তখন কেমন দেখতে লাগে? তার স্পষ্ট চিত্র রোহনের ইনস্টাগ্রাম প্রোফাইলে। বলিতারকাদের উত্তেজনা, ভক্তি দেখতে পাওয়া যায় বিশ্বজয়ী, বিশ্বতারকা মেসির জন্য। রোহনের সঙ্গে ছবি দেখে অনেকেই কেবল খুশি, অনেকেরই হয়তো তার সঙ্গে আক্ষেপও করছেন এই ভেবে, রোহনের স্বপ্নপূরণ হল, তাঁদের হল না।

রণবীর সিং, আলিয়া ভাট, প্রতীক বব্বর, ঈশান খট্টর, নভ্যা নভেলি নন্দা, ভূমি পেডনেকার থেকে শুরু করে এই তালিকা শেষ হওয়ার নয়।

advertisement

রোহন ছবিগুলির সঙ্গে দীর্ঘ লেখা লিখেছেন। যেখান থেকে জানা যাচ্ছে, অর্ধেক বিশ্ববাসীর মতো তিনিও এলএম১০-অন্তপ্রাণ। তাঁর স্বপ্ন ছিল, জীবনে একবার অন্তত আর্জেন্টিনার এই ফুটবল তারকার ছবি তুলতে পারবেন। আর তা সত্যিও হয়ে গেল।

'বাইজু' সংস্থার তরফে তাঁর কাছে ফোন আসে একদিন। প্রস্তাবটা শোনার পর তিনি বিশ্বাসও করতে পারেননি৷ ছবি তুলতে যাওয়ার আগে তিনি কোটি কোটি পন্থায় নিজেকে শান্ত করেছিলেন। যেন মেসির সামনে গিয়ে উত্তেজিত হয়ে না যান। যেন তিনি পেশাদারের মতোই ব্যবহার করেন। কিন্তু মেসি কোনওভাবে জেনে গিয়েছিলেন, রোহন তাঁর ভক্ত, তাই কাজ শেষ করেই চিত্রগ্রাহককে জড়িয়ে ধরেন এবং ছবিও তোলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এই ঘটনা ঘটে বিশ্বকাপের আগেই। কিন্তু রোহন অপেক্ষা করছিলেন। তিনি চেয়েছিলেন, মেসি বিশ্বকাপ জেতার পরেই তিনি সেই সব ছবি প্রকাশ্যে আনবেন। এবং তাই ঘটল। মেসিও জিতলেন, রোহনও ছবি পোস্ট করলেন। সঙ্গে দিলেন দু'টি রিল ভিডিও। যেখানে মেসির সঙ্গে কাটানো সময়গুলো আরও স্পষ্ট হল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেসির সঙ্গে এক ফ্রেমে শ্রদ্ধার প্রাক্তন প্রেমিক! ছবি দেখে উত্তেজিত রণবীর-আলিয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল