TRENDING:

রেস্তরাঁয় শুনতে হয়েছিল 'বেহুলা মাংস খাচ্ছে'! এখন তাই সতর্ক থাকি: 'মা কালী' পায়েল

Last Updated:

এক সময়ে অনেক মানুষ তাঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যখন মা দুর্গার ভূমিকায় অভিনয় করতেন, অনেকে দাবি করেছিলেন, তাঁকে টাইপকাস্ট করে দেওয়া হবে, তিনি অন্য ধরনের চরিত্রে কাজ করতে পারবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গুঞ্জন তো আগেই ছিল। এবার প্রমাণ দিলেন পর্দায় এসে। বহুদিন পর স্টার জলসায় ফেরা, বহু দিন পর দেবী রূপে হাজির হওয়া, সব মিলিয়েই উত্তেজিত অভিনেত্রী পায়েল দে।
advertisement

সব্যসাচী চৌধুরীর সঙ্গে 'রামপ্রসাদ' ধারাবাহিকে দেখা যাবে 'বেহুলা, 'সোনা রোদের গান', 'দেশের মাটি'র অভিনেত্রীকে। সেই পায়েল এর আগে মা দুর্গার মতো দেবীর চরিত্র বা বেহুলার মতো পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন। আবার দেবী হিসেবেই দেখা দিলেন নতুন ধারাবাহিকের প্রোমোতে।

আরও পড়ুন: ভাঙবে না পঞ্চম বিয়ে? তিনদিন ধরে রাজের বাড়িতেই আছেন পরীমণি, তবে এত জলঘোলা কেন!

advertisement

এবার তিনি মা কালী। আবার দেবী চরিত্রে অভিনয়, কেমন অভিজ্ঞতা ছিল এর আগে? প্রোমো শ্যুট করেই বা কেমন লাগল তাঁর। উত্তর দিলেন নিউজ18 বাংলায়।

পায়েলের কথায়, "খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ এটা। দেবী বা পৌরাণিক চরিত্রে অভিনয় করতে হলে অঢেল গবেষণা এবং কল্পনার জোর চাই। আমাদের ধারাবাহিকের জন্য একজন গবেষণা করছেন আমরা সেটাকেই অনুসরণ করছি। প্রোমো শ্যুটের দিন ৩ ঘণ্টা ধরে আমার মেকআপ হয়েছে। তার পর সেই বেশে অতক্ষণ ধরে চরিত্র ধরে রাখা, সহজ নয়। কেবল আমার জন্য নয়, যিনি মেকআপ করছেন, যিনি পোশাক নিয়ে ভাবছেন, সকলের জন্যই কঠিন। কিন্তু আমার যে কী আনন্দ হচ্ছে আবার দেবী চরিত্রে অভিনয় করতে, বোঝাতে পারব না।"

advertisement

আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?

পায়েলের এই আনন্দের নেপথ্যে রয়েছে অসন্তোষ। এক সময়ে অনেক মানুষ তাঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যখন মা দুর্গার ভূমিকায় অভিনয় করতেন, অনেকে দাবি করেছিলেন, তাঁকে টাইপকাস্ট করে দেওয়া হবে, তিনি অন্য ধরনের চরিত্রে কাজ করতে পারবেন না। কিন্তু তার পর একাধিক ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে কাজ করেছেন পায়েল। ওয়েবসিরিজও করেছেন। সব রকমের পরীক্ষানিরীক্ষা করে আবার তিনি দেবীর চরিত্রে ফিরলেন। তিনি যে নিজেকে কোথাও আটকে রাখেননি বা কেউ তাঁকে আটকে রাখতে পারেনি, এ কথা ভেবে তিনি খুশি। আর তাই পায়েলের কথায়, "এই ধরনের চরিত্রে আবার অভিনয় করা মানে সেই মানুষগুলিকে জবাব দেওয়া।"

advertisement

তবে দেবী বা পৌরাণিক চরিত্রে অভিনয় করলে কি বাস্তবে সতর্ক হয়ে যেতে হয়? দর্শকরা যাতে কখনও আঘাত না পান বা চমকে না যান?

পায়েল এই কথার উত্তরে একটি পুরনো ঘটনার কথা বলেন। তখন তিনি 'বেহুলা'র চরিত্রে অত্যন্ত জনপ্রিয়। একদিন শ্যুট শেষে স্বামী, অভিনেতা দ্বৈপায়ন দাসের জন্য শপিং মলে অপেক্ষা করছিলেন পায়েল। একটি নির্দিষ্ট দোকানের চিকেন তাঁর খুব পছন্দ। সেটি কিনে খাচ্ছিলেন। এক ব্যক্তি আচমকা তাঁর দিকে আঙুল তুলে বললেন, "এই দেখ, বেহুলা চিকেন খাচ্ছে!" পায়েলের কথায়, "আমি সেদিন বুঝলাম, আমাকে আরও সতর্ক হতে হবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবারও সেরকমই একটি জীবন শুরু হচ্ছে তাঁর। নতুন ধারাবাহিক শুরু হবে খুব তাড়াতাড়ি। সব্যসাচী এবং পায়েল ছাড়াও মেগাতে অভিনয় করছেন সুস্মিলি আচার্য। সব্যসাচীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রেস্তরাঁয় শুনতে হয়েছিল 'বেহুলা মাংস খাচ্ছে'! এখন তাই সতর্ক থাকি: 'মা কালী' পায়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল