TRENDING:

Payel De: দশ বছরের যাপনচিত্র, একান্ত সাক্ষাৎকারে পায়েল দে৷ সংসার থেকে অভিনয়- সবনিয়েই মনখোলা আড্ডায় মিষ্টি অভিনেত্রী...

Last Updated:

Payel De: দশ বছর তো বিয়ের৷ তার আগেও তিনটে বছর আছে৷ দ্বৈপায়নের সঙ্গে থেকে অনেকটা অভিজ্ঞ হয়েছি বলা যায়৷ ওই আমাকে কলকাতা শহর দেখিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Rachana Majumder
Payel De And Dwaipyan Das
Payel De And Dwaipyan Das
advertisement

দেখতে দেখতে দশ বছর পা র! ঘর-সংসার থেকে অভিনয়৷ কাঁপাচ্ছেন ছোট পর্দা-বড় পর্দা! ওটিটিতেও জনপ্রিয় পায়েল দে৷ দশ বছরের বিবাহবার্ষিকীতে তাঁর সঙ্গেই বেশ কিছুক্ষণ চলল কথোপকথন৷ আড্ডা দিলেন পায়েল দেরচনা মজুমদার

প্রথমেই অভিনন্দন৷ শুভেচ্ছা৷ দেখতে দেখতে দশ বছর পার?

পায়েল: সত্যি দেখতে দেখতেই দশ বছর! এবার আমি আত্মবিশ্বাসী! দশ বছর কেটে গেছে৷ এবার আরও ২০-২৫ বছর, বাকি জীবনটাও কেটে যাবে৷

advertisement

কেমন ছিল এই যাপন?

পায়েল: দশ বছর তো বিয়ের৷ তার আগেও তিনটে বছর আছে৷ আমরা আসলে তেরো বছর একে অপরকে চিনি৷ জানি৷ তেরোটা বছর এক সঙ্গে বড় হওয়া৷ দ্বৈপায়নের সঙ্গে থেকে অনেকটা অভিজ্ঞ হয়েছি বলা  যায়৷ ওই আমাকে কলকাতা শহর দেখিয়েছে৷ বরং আমি কলকাতার, ও কানপুরের৷ তবু কলকাতাকে অনেক বেশি চেনে বা জানে গোগল৷ প্রথম কফি হাউস হোক, ভিক্টোরিয়া-গড়ের মাঠে হাঁটানো, চায়ের দোকানে আড্ডা, ট্রামে চড়ানো সবই ওর সঙ্গে৷ এখনও  ছেলেমানুষ আছি৷ সেগুলো ও-ই সামলায়৷

advertisement

দশ বছরে কে কতটা সামলালে?

পায়েল: ভুল-ভ্রান্তি তো দুজনেরই হয়৷ কিন্তু দুজন একে অপরকে সামলেও নিয়েছি৷

মা হওয়ার অভিজ্ঞতা?

পায়েল: অসাধারণ৷ সেরা৷ দুজন মিলেই সময়দি সন্তানকে৷ মেরাক খুব বোঝে৷ ও জানে আমি কাজে যাই৷ ও জেদ করে না৷ ঘ্যানঘ্যান করে না৷ বড় জোর লিফটে করে আমাকে একটু ছেড়ে দেয়৷ তিন বছরেই ও অনেক কিছু বুঝেছে৷ আমরা সবাই একসঙ্গেই থাকি৷ ঠাকুমা-দাদুর সান্নিধ্যও পাচ্ছে আমার ছেলে৷ সবার সঙ্গে বড় হলে ওর ভবিষ্যতও অনেক ভাল হবে৷

advertisement

আজ তো কাজে? বাকি কী প্ল্যান?

পায়েল: খুব ব্যস্ত আজ৷ ঠিক করেছি দ্বিতীয় রবিবার উদযাপন করব৷ দুই পরিবার মিলে আনন্দ করব৷ ওই দিনটা আমাদের৷ তবে আজ  সেটে সবাই শুভেচ্ছা জানিয়েছেন৷ চকলেটও পেয়েছি৷

এবার 'গোরা'র কথা শুনব৷ ছোট্ট একটা চরিত্রে তুমি অনবদ্য৷ দুটো আলাদা রূপ৷ কেমন ছিল অভিজ্ঞতা?

advertisement

পায়েল: সাহানাদি যখন অ্যাপরোচ করলেন, তখন উনি বলেছিলেন, "খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র৷ পুরো গোরা জুড়েই তুমি৷ কিন্তু সিন তিনটে৷"  এককথায় রাজি হয়ে যাই৷ গোরায় যতজন অভিনেতা আছেন, তাঁরা এক একজন স্তম্ভ৷ তাঁদের মাঝে আমার একটা ছোট্ট নাম থাকলেই খুশি৷

আর ইন্দু?

পায়েল: একদম অন্যরকম চরিত্র৷ আর আমিও ছক ভাঙতে চাইছি৷ আমাকে দুর্গা হিসাবে ট্যাগ  করে দেওয়া হয়েছে৷ তবে আমি মনে করি, দেবী হতে পারলে, মানবীও হতে পারব! সব শেষে আমি একজন অভিনেতা! আমি চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে তৈরি করতে চাইছি৷

ছোটপর্দায় কী করছ?

পায়েল: এখন 'সোনা রোদের গান' করছি৷ সব ভালই চলছে৷ দৌড়চ্ছে...

আমাদের তরফ থেকে আবারও শুভেচ্ছা৷ আরও এগিয়ে যাও৷ ভাল থাক, বেঁধে বেঁধে থাক সকলে মিলে...

পায়েল: অনেক ধন্যবাদ!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাক্ষাৎকার: রচনা মজুমদার

বাংলা খবর/ খবর/বিনোদন/
Payel De: দশ বছরের যাপনচিত্র, একান্ত সাক্ষাৎকারে পায়েল দে৷ সংসার থেকে অভিনয়- সবনিয়েই মনখোলা আড্ডায় মিষ্টি অভিনেত্রী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল