TRENDING:

Popular Actress Death: অকালে সব শেষ! ৩৮-এ সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত অভিনেত্রী, শোকে পাথর ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Popular Actress Death: বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ জনপ্রিয় টেলিভিশন শো 'পবিত্র রিশতা' খ্যাত বিখ্যাত অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই৷ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ৩৮ বছরেই প্রয়াত হলেন প্রিয়া মারাঠে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’ খ্যাত বিখ্যাত অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই৷ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আর শেষরক্ষা হল না৷ ৩১ অগাস্ট মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৮ বছর।
News18
News18
advertisement

টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি মারাঠি ছবিতে সর্বাধিক পরিচিত ছিলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে৷ জানা গেছে, প্রিয়া মারাঠে গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মহারাষ্ট্র টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ক্যানসারের চিকিৎসা করছিলেন, কিন্তু চিকিৎসা চলাকালীনও তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে তিনি মুম্বইয়ের মীরা রোডে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

advertisement

আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…

চিকিৎসার সময় অভিনেত্রী নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। ২০২৪ সালে শেষ পোস্ট করেছিলেন অভিনেত্রী, যখন তিনি তার স্বামী অভিনেতা শান্তনু মোঘের সঙ্গে জয়পুরের আমের দুর্গ পরিদর্শন করেছিলেন। তিনি তাঁর ভ্যাকেশন থেকে একাধিক ছবি পোস্ট করেছিলেন। এবং তাঁর দ্বিতীয় শেষ পোস্টটি ছিল নওভারি শাড়ি এবং নথ পরা একটি সম্পূর্ণ সাজানো ছবি।

advertisement

আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন

১৯৮৭ সালের ২৩শে এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণকারী প্রিয়া মারাঠে মারাঠি টেলিভিশন এবং চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই একজন সুপরিচিত মুখ ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে বর্ষার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেছিলেন, এই চরিত্রটি তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। বালাজি টেলিফিল্মস ব্যানারে নির্মিত ‘কসম সে’-তে বিদ্যা বালি এবং ‘বড়ে আচ্ছে লাগে হ্যায়’-তে জ্যোতি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসা পেয়েছিলেন।

advertisement

টেলিভিশন নাটক ছাড়াও প্রিয়া একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং অভিনেতা হিসাবে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন, তার শক্তিশালী পর্দা উপস্থিতি এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তার কাজের মধ্যে চার দিন সাসুচে, তু তিথে মি, স্বরাজ্যরক্ষক সম্ভাজি, ইয়া সুখানো ইয়া, সাথ নিভানা সাথিয়া, তুজেছ মি গীত গাত আহে, ভাগে রে মন, জয়স্তুতে, এবং ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলি অন্তর্ভুক্ত ছিল। তাকে কমেডি সার্কাসের প্রথম সিজনেও দেখা গেছে।

advertisement

২০২৩ সালে, প্রিয়া স্বাস্থ্যগত উদ্বেগের কারণে মারাঠি শো ‘তুজেচ মি গীত গাত আহে ‘ থেকে সরে আসেন, যার পরে তিনি মূলত জনসাধারণের দৃষ্টির আড়ালেই থেকে যান। অনেকেই অনুমান করেছিলেন যে এই সময়ে তিনি ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন, কারণ তিনি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলেন না। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actress Death: অকালে সব শেষ! ৩৮-এ সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত অভিনেত্রী, শোকে পাথর ফিল্ম ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল