প্রতীকের এই মন্তব্যের পর পবিত্রা এক সাক্ষাৎকারে নিজের মতামত জানান। তবে এই বিষয়ে নিয়ে খুব বেশি জল ঘোলা করতে নারাজ অভিনেত্রী। পবিত্রার কথায়, এই মুহূর্তে তাঁর জীবনে প্রতীক অস্তিত্বহীন, তাই এই নিয়ে বেশি কিছু বলার নেই। তবে ভগবান যেন ওঁর মঙ্গল করেন। পবিত্রা অবশ্য বিগ বসের সাম্প্রতিক এপিসোড দেখেন নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, পবিত্র পুনিয়া বিগ বসের শেষ সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তাই সাক্ষাৎকারে বিগ বস নিয়ে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, টিভিতে সম্প্রচারিত হলে তিনি অবশ্যই সব এপিসোড দেখবেন।
advertisement
পবিত্রা এর আগে বিগ বসের ১৪তম সিজনে অংশগ্রহণ করেন। ১৪তম সিজনে বিগ বসের হোস্ট ছিলেন বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan)। বিগ বসের ওই শো চলাকালীন পবিত্রা সম্পর্কে জড়িয়ে যান আরেক অভিনেতা এজাজ খানের (Eijaz Khan) সঙ্গে। শোয়ের পরে উভয়ের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়, এজাজ এবং পবিত্রা নিয়মিত একে অপরকে ডেটও করে চলেছেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে প্রতীক বিগ বস ছাড়াও এর আগে অংশ নিয়েছিলেন লাভ স্কুল (Love School), রোডিজ (Roadies) এবং এস অফ স্পেসের (Ace Of Space) মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে।