একঝাঁক তারকা নিয়ে পরিচালক পাভেল তৈরি করেছেন ছবি 'কলকাতা চলন্তিকা'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা প্রমুখ।
আরও পড়ুন: ২০১৮-এর ভাগাড় কাণ্ড এইবার 'ক্লিক'-এর ওটিটি মঞ্চে! পোস্টার দেখে চমকে উঠলেন দর্শক
advertisement
গানটির মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালবাসার ছোঁয়ার কথা বলা হয়েছে। ভালবাসার শহরে কী রকম ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে বিভিন্ন সম্পর্ক, কলকাতার বুকে কা রকম ভাবে চলতে থাকে তা, সে সব ফুটে উঠেছে এই গানের কথায়।
অপরাজিতা এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁকে প্রতিদিন বাসে এক জন জায়গা ছেড়ে দিতেন, সেই ভালবাসার গল্প। অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণের ভালবাসা। ইশা এবং সৌরভ এই ছবিতে নিম্নবিত্ত শ্রেণির দুই চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালবাসা কী ভাবে শহরের গলিতে মেতে ওঠে, তাও দেখানো হবে। শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী যাকে আমরা ট্রেলারে 'বড্ড একা লোক' বলতে শুনেছিলাম, তাঁর প্রেমের গল্পটি কেমন ছিল তাই এই গানে দেখানো হয়েছে।
আরও পড়ুন: টালিগঞ্জের নতুন ইস্যু 'দিব্যি' খাওয়া, কুসংস্কারের ফাঁদে দিতিপ্রিয়া-সৌরভরা?
ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাই বাহুল্য বাংলা সিনেমাপ্রেমিরা আরও একটি চমকপ্রদ ছবি উপহার পেতে চলেছেন।
এ মাসে মুক্তি পেতে চলেছে পাভেলের ছবি। এবার ছবির প্রচারও যে একটু ভিন্ন স্বাদের হচ্ছে তার ছাপ এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুস্পষ্ট।