TRENDING:

সর্বকালের সেরা ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’, শ্রেষ্ঠ ত্রয়ী সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল

Last Updated:

Pather Panchali by Satyajit Ray: সর্বকালের সেরা ভারতীয় ছবির তকমা পেয়েছে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের পরিচালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কালজয়ী সেলুলয়েড রূপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরও এক বার শ্রেষ্ঠত্বের শিরোপা ‘পথের পাঁচালী’-র৷ সর্বকালের সেরা ভারতীয় ছবির তকমা পেয়েছে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের পরিচালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কালজয়ী সেলুলয়েড রূপ৷ সর্বকালের সেরা ভারতীয় ছবির এই তালিকা প্রকাশ করল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস৷ প্রকাশ করা হয়েছে ১০ টি সেরা ছবির তালিকা৷ তার প্রথম তিন স্থানেই উজ্জ্বল তিন বাংলা ছবি৷ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র পর দ্বিতীয় শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে ঋত্বিক ঘটকের ১৯৬০ সালের ছবি ‘মেঘে ঢাকা তারা’৷ তার ৯ বছর পর মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন সোম’ আছে তৃতীয় স্থানে৷ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার ভারত বিষয়ক ছবির ক্ষেত্রে ৩০ জন সদস্যের গোপন ভোট নিয়েই এই তালিকা প্রকাশ করা হয়েছে৷ তালিকায় আছে ৫ টি হিন্দি ছবি, ৩ টি বাংলা ছবি এবং মালয়লম ও কন্নড় ভাষার একটি করে ছবি৷
advertisement

বিশ্ব চলচ্চিত্র সমালোচকদের আঙিনায় ফের ‘পথের পাঁচালী’-র শ্রেষ্ঠত্ব লাভে অভিভূত বাংলা ছবির সমালোচক তথা দর্শকমহল৷ সত্যজিৎ রায়ের জন্মশবার্ষিকী উদযাপনকে যেন আরও উজ্জ্বল করে তুলল এই স্বীকৃতি৷ কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, চুনীবালাদেবী, উমা দাশগুপ্ত, সুবীর বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি মুক্তির দিন থেকেই বাংলা তথা ভারতীয় ছবির মাইলফলক৷ ইতিমধ্যেই বহু অলঙ্কারে ভূষিত এই ছবির শিরোপায় যোগ হল নতুন কুর্নিশ-রত্ন৷ আজ থেকে ৬৭ বছর আগে বিজ্ঞাপন জগৎ থেকে ছায়াছবির দুনিয়ায় এসে তরুণ তুর্কি সত্যজিৎ রায়ের প্রথম ছবি পরিচালনা করার পথের বন্ধুরতা নিয়ে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ এ বছরই ভূয়সী প্রশংসিত হয়েছে দর্শকের দরবারে৷

advertisement

আরও পড়ুন :  টেট আন্দোলনকারীদের উপর পুলিশি অভিযানের তীব্র নিন্দা, সুবিচার চান সৃজিত

advertisement

নিশ্চিন্দিপুরের অপু-দুর্গার জ্যোৎস্নামাখা অশ্রুযাপন থেকে তালিকার দ্বিতীয় স্থানে ফ্রেমবন্দি হয়ে আছে দেশভাগ পরবর্তী উদ্বাস্তু-ক্ষত৷ যা অনুরণিত হয়েছিল ‘নীতার’ কণ্ঠে, ‘দাদা, আমি বাঁচতে চাই’৷ ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ নিছক ছবি নয়, জীবনযুদ্ধের রক্তাক্ত দলিল৷ তৃতীয় স্থানের শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া মৃণাল সেনের ‘ভুবন সোম’ আবার সময় পরিবর্তনের ক্যালাইডোস্কোপ, যা ধরা পড়ে কেন্দ্রীয় চরিত্রের চোখে৷ বনফুলের উপন্যাসের মূল চরিত্র প্রৌঢ় ভুবন সোম নতুন আঙ্গিকে ধরা দেন মৃণাল সেনের পরিচালনায়, উৎপল দত্তের অভিনয়ে৷ এই স্বীকৃতি আরও এক বার প্রমাণ করল, যত দিন ভারতীয় চলচ্চিত্র থাকবে, তত দিন একই বন্ধনীতে উচ্চারিত হবেন সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল৷

advertisement

আরও পড়ুন : মেট্রো স্টেশনে প্রসেনজিতের নাচ দেখতে অশান্ত ভিড়! মাইক হাতে সামাল দিলেন নায়ক

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস প্রকাশিত এই তালিকার চতুর্থ শ্রেষ্ঠ ছবি হল আদুর গোপালকৃষ্ণন পরিচালিত মালয়লম ছবি ‘এলিপ্পাথায়াম’৷ গিরীশ কাসারাবল্লীর ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ রয়েছে পঞ্চম স্থানে৷ ষষ্ঠ সেরা ছবি হিসেবে আছে এম সথ্যুর ‘গরম হাওয়া’৷ সপ্তমে ফের সত্যজিৎ, এ স্থানে আছে তাঁর আর এক অমর সৃষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে ‘চারুলতা’৷ শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ এবং গুরু দত্তের ছবি ‘প্যায়সা’ আছে তালিকার যথাক্রমে অষ্টম ও নবম স্থানে৷ দশম স্থানে তালিকা শেষ হয়েছে অবশ্য অমিতাভ-হেমা-ধর্মেন্দ্র-জয়া-আমজাদ-সঞ্জীবকুমারের আইকনিক ‘শোলে’ দিয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সর্বকালের সেরা ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’, শ্রেষ্ঠ ত্রয়ী সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল