advertisement
পাঠানের আসন্ন গান বেশরম রং থেকে কিছুটা পোস্ট করেছেন। শাহরুখ-দীপিকার থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি৷ ছবিতে দীপিকা পাড়ুকোনকে সোনালি সাঁতারের পোশাকে পোজ দিতে দেখা গিয়েছে৷ শাহরুখ খান শাহরুখ খান গানের স্টিল শেয়ার করেছেন৷ তিনি বলেছেন যে ট্র্যাকটি ১২ ডিসেম্বর মুক্তি পাবে। তিনি টুইট করেছেন: "বেশরম রঙের প্রায় সময় হয়ে এসেছে! গানটি ১২-এ মুক্তি পাবে।"
আরও পড়ুন : 'আবার দেখা হবে'! প্রয়াত সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে অভিনব উদযাপন শেহনাজের
আরও পড়ুন : অপেক্ষার অবসান! মুক্তি পেতে চলেছে 'কারাগার ২, তারই প্রচারে কলকাতায় অভিনেতা চঞ্চল চৌধুরী
আজ দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্ট যেন আগুনের ফুলকি৷ শাহরুখ খানের শার্টলেস লুক আর দীপিকার স্যুইমিং-এর পোশাকে নাচের ঝলকে মুগ্ধ নেটদুনিয়া
প্রসঙ্গত, 'পাঠান'-এর ট্রেলারে অন্য শাহরুখের দেখা মিলেছে। আর তাতেই কয়েক গুন বেড়ে গিয়েছে দর্শকের আগ্রহ। সিদ্ধার্থ বললেন, "স্টান্ট করার জন্য ওকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। নানা বিপজ্জনক জায়গা এবং প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে ও। দেশকে তার সব চেয়ে বড় অ্যাকশন ছবিটি উপহার দেওয়ার জন্য ও যা নিষ্ঠা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।"