ভারতে তো বটেই, সুদূর সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো দেশে 'পাঠান' নিয়ে উন্মাদনা কিছু কম নয়। শাহরুখকে পর্দায় দেখতে অগ্রিম টিকিটও কেটে ফেলেছেন অনুরাগীরা। এক স্বঘোষিত সমালোচক উমের সান্ধু শাহরুখের ছবি দেখে মুগ্ধ। তিনি লেখেন, 'আমার সব চেয়ে প্রিয় অ্যাকশন ছবি পাঠান। শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি। পুরস্কার জিতে নেওয়ার মতো অভিনয় করেছেন তিনি। ব্লকবাস্টার।'
advertisement
আরও পড়ুন: তালাবন্ধ ২৫টি প্রেক্ষাগৃহ খুলছে কেবল শাহরুখের জন্য, 'পাঠান' মুক্তিতে প্রাণ ফিরবে
আরও পড়ুন: পাঠান চললে অন্য ছবি বাদ, নির্দেশ মানা হচ্ছে সিঙ্গল স্ক্রিনে, ধাক্কা খাচ্ছে বাংলা
অন্য এক নেটিজেন লিখেছেন, 'এই ছবি বিনোদন জোগাবে। অ্যাকশন রিয়্যালিজমের ক্ষেত্রে এই ছবি দৃষ্টান্ত স্থাপন করল।'
পরিবারের জন্য 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন শাহরুখ। দর্শকের আসনে ছিলেন তাঁর তিন সন্তান সুহানা, আবরাম, আরিয়ান, স্ত্রী গৌরী খান, বোন শেহনাজ খান এবং শাশুড়ি সবিতা চিব্বর।
'পাঠান'কে পুরো নম্বর দিয়েছেন খান পরিবারের কনিষ্ঠতম সদস্য। পর্দায় বাবাকে দেখে মুগ্ধ আবরাম। একটি ট্যুইটে শাহরুখ লেখেন, 'ওর (আবরাম) জেট প্যাক সিক্যুয়েন্সটা সব চেয়ে ভাল লেগেছে। ও ভেবেছে আমি অন্য সাম্রাজ্যে চলে যাব।'