TRENDING:

বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন

Last Updated:

প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকন অভিনিত এই ছবির জন্য বহুদিন ধরেই অপক্ষায় বসে আছেন দর্শক মহল। ইতিমধ্যেই প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি।পাঠানের প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যা অনুযায়ী পাঠানের কাছে হার মেনেছে হৃত্বিক রোশনের 'ওয়ার'।  'ওয়ার' এর  প্রথম দিনে ৪.১০ লক্ষ  টিকিট বিক্রি হলেও পাঠানের প্রথম দিনে আগাম টিকিট বুকিং হয়েছে প্রায়   ৪.১৯ লক্ষেরও বেশি।
বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
advertisement

চলচিত্র বাণিজ্য বিশ্লেষক  তরণ আদর্শ দেশের হিসাবে কোন ছবির প্রথম দিনের আগাম বুকিংয়ের সংখ্যা কত ছিল তা নিয়ে ইতিমধ্যেই একটি ট্যুইট শেয়ার করেছেন। যা থেকে জানা গিয়েছে, আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল 'বাহুবলী ২'(হিন্দি)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।

advertisement

আরও পড়ুন: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল 'পাঠান', জানা গেল ইতিমধ্যেই

দ্বিতীয় ছবি হল 'কেজিএফ ২' (হিন্দি) । প্রথম দিনে ৬.৫০ লক্ষ আগাম বুকিং হয় এই ছবিতে। আগাম বুকিংয়ের সংখ্যা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে 'পাঠান'। পাঠানের প্রথম দিনে শো দেখতে আগাম বুকিং হয়েছে ৪.১৯ লক্ষ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বুধবার মুক্তি পেতে চলেছে পাঠান। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। এখনও পর্যন্ত প্রি বুকিংয়ের হিসাব দেখে বলা যেতেই পারে বলিউডে ঝড় তুলতে পারে শাহরুখের 'পাঠান'।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল