চলচিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দেশের হিসাবে কোন ছবির প্রথম দিনের আগাম বুকিংয়ের সংখ্যা কত ছিল তা নিয়ে ইতিমধ্যেই একটি ট্যুইট শেয়ার করেছেন। যা থেকে জানা গিয়েছে, আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল 'বাহুবলী ২'(হিন্দি)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।
advertisement
আরও পড়ুন: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল 'পাঠান', জানা গেল ইতিমধ্যেই
দ্বিতীয় ছবি হল 'কেজিএফ ২' (হিন্দি) । প্রথম দিনে ৬.৫০ লক্ষ আগাম বুকিং হয় এই ছবিতে। আগাম বুকিংয়ের সংখ্যা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে 'পাঠান'। পাঠানের প্রথম দিনে শো দেখতে আগাম বুকিং হয়েছে ৪.১৯ লক্ষ ।
বুধবার মুক্তি পেতে চলেছে পাঠান। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। এখনও পর্যন্ত প্রি বুকিংয়ের হিসাব দেখে বলা যেতেই পারে বলিউডে ঝড় তুলতে পারে শাহরুখের 'পাঠান'।