আমাদের দেশে আমরা ধর্ম এবং জাতি দিয়ে নামকরণ হয়। কেউ ছিল না নাম তাঁর রাখার জন্য়, তাঁর কোনও নামও ছিল না। মিশনে থাকা এক ব্যক্তি 'পাঠান'-এর জীবনের গল্প বলে এই ট্রেলার। দেশই যখন এক ব্যক্তির ধর্ম হয়ে ওঠে, তেমনই এক ব্যক্তির গল্প শোনা যাবে পাঠান-এ।
advertisement
আরও পড়ুন: ওজন কমবে দ্রুত! দিন শুরু হোক স্বাস্থ্যকর জলখাবার দিয়ে
ভিডিওতে দেখা গিয়েছে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও। শাহরুখের নতুন লুকের এক হাল্কা ঝলক দেখা গিয়েছে। তবে তাতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। তবে গোটা ভিডিওতে বেশ অনেকটা সময় শাহরুখের ভয়েসওভার রয়েছে। এই ছবিটি তামিল, হিন্দি ও তেলগু ভাষায় আগামী ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
আরও পড়ুন: রাতারাতি চুলের দ্রুত বৃদ্ধি চান? আজই ট্রাই করুন কফির তৈরি হেয়ার মাস্ক
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়। যশ রাজের ৫০ বছরের পূর্তির কথাও উল্লেখ করেছেন শাহরুখ। প্রযোজক হিসেবে দেখা গেলেও, নিজে বহুদিন পর পর্দায় ফিরছেন কিং খান। শেষ ২০১৮ সালে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জিরো' ছবি করেছিলেন শাহরুখ।