TRENDING:

Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট

Last Updated:

Bengali Film On Single Screen: এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই একাংশের টলিউডের পক্ষ থেকে ছবির পরিবেশনা বা ডিস্ট্রিবিউশন নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছিল৷ সেখানে বাংলা ছবিকে সুযোগ না দিয়ে বলিউডের ছবিকে সুযোগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল৷ মুখ খুলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকও৷ এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷
শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
advertisement

শেওড়াফুলির উদয়ন সিনেমার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখার প্রথমেই উল্লেখ করা হয়েছে, ‘‘আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কেন এই সপ্তাহ জুড়ে কেবল মাত্র একটি সিনেমার শো রাখা হয়েছে৷ যদিও যে সপ্তাহটি ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেখানে একসঙ্গে চারটি বাংলা সিনেমা দেখানো হচ্ছিল৷ এখন পাঠানের জন্য যেমন হল ভরাতে আসছেন ভক্তরা, তখন আপনারা কেন আসেননি৷ ২৩ ডিসেম্বরের সপ্তাহে তিনটি বাংলা ছবিকে স্থান দেওয়া হয়েছিল আটটি শো-তে বিভক্ত করে৷ তার মধ্যে একটি সিনেমা এখনও চলছে৷ তখন আমাদের কেন উৎসাহ দেননি আপনারা৷’

advertisement

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

এর পরে দীর্ঘ পোস্টে তাঁরা সিনেমা পরিবেশনার নানা দিক নিয়ে কথা বলেছেন৷ তাঁরা বলেছেন, ১৯৪৬ সাল থেকে এই সিনেমা হল কাজ করে আসছে৷ সব ধরনের ছবি দেখানো হয়েছে সিনেমা হলে৷

advertisement

এমনকী, যখন ২০১৮ সালে অনেক সিঙ্গল স্ক্রিন বন্ধ হওয়ার মুখে পড়েছে, তখন এই সিনেমা হলে একটি অতিরিক্ত স্ক্রিন টাঙানো হয়েছে৷ সব মিলিয়ে মাল্টিপ্লেক্স চেনের কঠিন ব্যবসায়ীর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও তাঁরা লড়াই করে গিয়েছেন৷

পোস্টের একেবারে শেষে তাঁরা বলেছেন, ‘আমাদের নিয়মিত কর্মীদের বেতন, কর, রক্ষণাবেক্ষণের কাজ ও পরিবেশনার কাজে খরচ করতে হয়৷ তাই আমরা চাই, সব ধরনের সিনেমাই ভাল করুক৷ আপনারা যতই বড় পর্দাকে সাপোর্ট করবেন, ততই সেটি আরও ভাল অভিজ্ঞতা আপনাদের ফিরিয়ে দেবে৷ তাই আপনারা আসুন, বাংলা ছবির জন্য নিজেদের সমর্থন প্রকাশ করুন একটি টিকিট কিনে৷ বাংলা সিনেমার জন্য শুধু সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে হবে না৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল