TRENDING:

Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট

Last Updated:

Bengali Film On Single Screen: এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই একাংশের টলিউডের পক্ষ থেকে ছবির পরিবেশনা বা ডিস্ট্রিবিউশন নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছিল৷ সেখানে বাংলা ছবিকে সুযোগ না দিয়ে বলিউডের ছবিকে সুযোগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল৷ মুখ খুলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকও৷ এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷
শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
advertisement

শেওড়াফুলির উদয়ন সিনেমার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখার প্রথমেই উল্লেখ করা হয়েছে, ‘‘আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কেন এই সপ্তাহ জুড়ে কেবল মাত্র একটি সিনেমার শো রাখা হয়েছে৷ যদিও যে সপ্তাহটি ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেখানে একসঙ্গে চারটি বাংলা সিনেমা দেখানো হচ্ছিল৷ এখন পাঠানের জন্য যেমন হল ভরাতে আসছেন ভক্তরা, তখন আপনারা কেন আসেননি৷ ২৩ ডিসেম্বরের সপ্তাহে তিনটি বাংলা ছবিকে স্থান দেওয়া হয়েছিল আটটি শো-তে বিভক্ত করে৷ তার মধ্যে একটি সিনেমা এখনও চলছে৷ তখন আমাদের কেন উৎসাহ দেননি আপনারা৷’

advertisement

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

এর পরে দীর্ঘ পোস্টে তাঁরা সিনেমা পরিবেশনার নানা দিক নিয়ে কথা বলেছেন৷ তাঁরা বলেছেন, ১৯৪৬ সাল থেকে এই সিনেমা হল কাজ করে আসছে৷ সব ধরনের ছবি দেখানো হয়েছে সিনেমা হলে৷

advertisement

এমনকী, যখন ২০১৮ সালে অনেক সিঙ্গল স্ক্রিন বন্ধ হওয়ার মুখে পড়েছে, তখন এই সিনেমা হলে একটি অতিরিক্ত স্ক্রিন টাঙানো হয়েছে৷ সব মিলিয়ে মাল্টিপ্লেক্স চেনের কঠিন ব্যবসায়ীর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও তাঁরা লড়াই করে গিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পোস্টের একেবারে শেষে তাঁরা বলেছেন, ‘আমাদের নিয়মিত কর্মীদের বেতন, কর, রক্ষণাবেক্ষণের কাজ ও পরিবেশনার কাজে খরচ করতে হয়৷ তাই আমরা চাই, সব ধরনের সিনেমাই ভাল করুক৷ আপনারা যতই বড় পর্দাকে সাপোর্ট করবেন, ততই সেটি আরও ভাল অভিজ্ঞতা আপনাদের ফিরিয়ে দেবে৷ তাই আপনারা আসুন, বাংলা ছবির জন্য নিজেদের সমর্থন প্রকাশ করুন একটি টিকিট কিনে৷ বাংলা সিনেমার জন্য শুধু সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে হবে না৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল