বক্স অফিস ইন্ডিয়ার মতে পাঠানের হিন্দি ভার্সন দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ দ্বিতীয় দিনে এত বিশাল টাকার রোজগার করা এটা ভারতের বাজারে প্রথম সিনেমা৷ অর্থাৎ দ্বিতীয় দিনেই ইতিহাস তৈরি করে ফেলল শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা৷ শুধু এটাই নয় কেরল থেকে এই ফিল্মের রিভিউ খুবই ভাল৷ ফিল্ম সেখান থেকে ১.২২ কোটি টাকার কালেকশন করেছে৷ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের এই ফিল্ম ভাল রেসপন্স পাওয়া যাচ্ছে৷
advertisement
আরও পড়ুন - মা কোলে নিয়ে ঘুরছেন এখান থেকে ওখান, ব্রেন টিউমারের যন্ত্রণায় কাতর শিশু কন্যা, নিউজ ১৮ বাংলার বড় ভূমিকা
আরও দেখুন -
বলিউড হাঙ্গামা রিপোর্ট অনুযায়ি শুধু ন্যাশানাল মাল্টিপ্লেক্স চেন- পিভিআর, আইনক্স, সিনেপোলিস ৩১.৬০ কোটি টাকার কালেকশন হয়েছে৷ বাকি সিনেমা হলে পাঠান এর থেকে বেশি কালেকশন দিয়েছে৷ পাঠান যেভাবে ব্যবসা শুরু করেছেন তাতে ২০০ কোটি টাকা রোজগার করে ফেলবে৷