TRENDING:

Pathaan Collection: বক্স অফিসে আগুন ! দ্বিতীয় দিনেই ইতিহাস করে ফেলল শাহরুখের সিনেমা

Last Updated:

pathaan box office collection day 2: মাল্টিপ্লেক্স চেন- পিভিআর, আইনক্স, সিনেপোলিস ৩১.৬০ কোটি টাকার কালেকশন হয়েছে৷ বাকি সিনেমা হলে পাঠান এর থেকে বেশি কালেকশন দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: Pathaan Box Office Collection Day 2: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’-এর দ্বিতীয় দিনেও বক্স অফিসে ধামাল জারি৷ পাঠান ভারতে ওপেনিং ডে-তে ৫৫ কোটি টাকার কালেকশন করেছে৷ ওভারসিজ কালেকশনের কথা বললে শাহরুখ খানের সিনেমা ১০৬ কোটি টাকা রোজগার করে ফেলেছে৷ দ্বিতীয় দিন ছিল ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় ফের বক্স অফিসে বাজিমাত পাঠানের৷ এদিন ভারতে এই সিনেমা ৭০ কোটি টাকার ব্যবসা করল৷ এই হিসেব জুড়লে দুদিন মিলিয়ে এই ধামাল সিনেমা ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল৷ এদিকে সিনেমার তামিল ও তেলেগু ভার্সন যথাক্রমে ৪.৫০ কোটি এবং ৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷
২৫ জানুয়ারি দেশজুড়ে বয়ে গিয়েছে পাঠান ঝড়। ছবি মুক্তির দিন স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল যশরাজ ফিল্মসের মুম্বই স্টুডিওতে। সুহানা, আব্রামকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্বয়ং শাহরুখ।
২৫ জানুয়ারি দেশজুড়ে বয়ে গিয়েছে পাঠান ঝড়। ছবি মুক্তির দিন স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল যশরাজ ফিল্মসের মুম্বই স্টুডিওতে। সুহানা, আব্রামকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্বয়ং শাহরুখ।
advertisement

বক্স অফিস ইন্ডিয়ার মতে পাঠানের হিন্দি ভার্সন দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ দ্বিতীয় দিনে এত বিশাল টাকার রোজগার করা এটা ভারতের বাজারে প্রথম সিনেমা৷ অর্থাৎ দ্বিতীয় দিনেই ইতিহাস তৈরি করে ফেলল শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা৷ শুধু এটাই নয় কেরল থেকে এই ফিল্মের রিভিউ খুবই ভাল৷ ফিল্ম সেখান থেকে ১.২২ কোটি টাকার কালেকশন করেছে৷ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের এই ফিল্ম ভাল রেসপন্স পাওয়া যাচ্ছে৷

advertisement

আরও পড়ুন - মা কোলে নিয়ে ঘুরছেন এখান থেকে ওখান, ব্রেন টিউমারের যন্ত্রণায় কাতর শিশু কন্যা, নিউজ ১৮ বাংলার বড় ভূমিকা

আরও দেখুন -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বলিউড হাঙ্গামা রিপোর্ট অনুযায়ি শুধু ন্যাশানাল মাল্টিপ্লেক্স চেন- পিভিআর, আইনক্স, সিনেপোলিস ৩১.৬০ কোটি টাকার কালেকশন হয়েছে৷ বাকি সিনেমা হলে পাঠান এর থেকে বেশি কালেকশন দিয়েছে৷ পাঠান যেভাবে ব্যবসা শুরু করেছেন তাতে ২০০ কোটি টাকা রোজগার করে ফেলবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Collection: বক্স অফিসে আগুন ! দ্বিতীয় দিনেই ইতিহাস করে ফেলল শাহরুখের সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল