আগামিকাল, ২৫ জানুয়ারি, ভোর থেকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি দেখানো শুরু হয়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ‘বুক মাই শো’ অনলাইন টিকিট বুকিং অ্যাপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ব্যারাকপুরের জয়ন্তী সিনেমা, বেহালার অজন্তা সিনেমা, এসভিএফ-এর বারুইপুর শো হাউজ, মহেশতলার এসএসআর সিনেমাস, প্রাচী সিনেমা, মেনকা সিনেমা হলের প্রথম শো-গুলি হাউজফুল।
আরও পড়ুন: পাঠান চললে অন্য ছবি বাদ, নির্দেশ মানা হচ্ছে সিঙ্গল স্ক্রিনে, ধাক্কা খাচ্ছে বাংলা
advertisement
আরও পড়ুন: 'বয়কট পাঠান' হয়ে গেল 'বয়কট পাটনা'! হাসির রোল নেটদুনিয়ায়
এছাড়া অন্যান্য সময়ের শো-গুলিতেও ভিড় জমিয়েছে লোকে। একাধিক টাইমিংয়ের শো হাউজফুল। তবে মাল্টিপ্লেক্সগুলিতে এখনও অনেক শো-তে সিট পাওয়া যাচ্ছে। কিন্তু টিকিট কাটতে চাইলে দেরি করবেন না। হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট।
অ্যাক্রোপলিস মলে মোট ১৮টি শো রয়েছে। ফাস্ট ফিলিং হলেও একাধিক শো-তে প্রথম রো ছাড়া বাকি সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। লেক মলে ১৬টি শো। তাতে প্রায় প্রত্যেকটি শো-এর সর্বোচ্চ মূল্যের টিকিটগুলি বিক্রি হয়ে গিয়েছে। সাউথ সিটির শো-তে সব শো ফাস্ট ফিলিং। মোট শো সংখ্যা ২১টি। সর্বোচ্চ মূল্যের টিকিটগুলিই বেশির ভাগ ক্ষেত্রে সোল্ড আউট! হাইল্যান্ড পার্কেও ১৮টি শো। যার মধ্যে অনেকগুলিতেই স্ক্রিনের পরেই প্রথম রো-টুকু বাদ দিয়ে সব টিকিট কেটে ফেলেছেন শাহরুখ প্রেমীরা।
তবে নিউটাউনের মিরাজ সিনেমায় এখনও অনেক টিকিট পড়ে রয়েছে। সল্ট লেকের আরডিবি-তেও তেমন ভিড় নজরে আসছে না। একাধিক শো-এর অনেক টিকিট পড়ে রয়েছে।