আরও পড়ুন: চলে গেলেন রাজ কুমারের স্ত্রী! তিন সন্তানকে রেখে প্রয়াত গায়ত্রী, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
ছবিটি পঞ্জাবি গায়ক অমর সিং চমকিলা এবং তার স্ত্রী অমরজোত চামকিলার জীবনীচিত্র। দিলজিৎ যেখানে অমর সিংয়ের চরিত্রে এবং পরিণীতিকে অমরজোতের চরিত্রে অভিনয় করেছেন। ১৯৮৮ সালের ৮ মার্চ সেই দম্পতিকে তাঁদের ব্যান্ডের দুই সদস্য-সহ হত্যা করা হয়। এখনও সেই হত্যাকাণ্ড অমীমাংসিত রয়ে গিয়েছে।
advertisement
বিয়ের পর পরিণীতি ধীরে ধীরে তাঁর ফিটনেস চর্চায় ফিরছেন। তাঁর ওয়ার্কআউটের একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। এবং সেখানে লিখেছেন, ‘আমি গত বছর এআর রহমান স্যারের স্টুডিওতে গান গেয়ে ৬ মাস কাটিয়েছি। এবং ‘চমকিলা’র জন্য ১৫ কিলো বাড়াতে যা যা জাঙ্ক ফু়ড খাওয়া সম্ভব খেতে থেকেছি বাড়ি ফিরে। গান এবং খাবার, এটাই ছিল আমার রুটিন। এখন সেই ছবির কাজ শেষ হতেই গল্পটা উল্টে গিয়েছে। আমি স্টুডিও মিস করি। এবং জিমে করে নিজেকে নিজের মতো দেখতে চাই। অমরজোত জি-র মতো না। কাজটা কঠিন ছিল। কিন্তু ইমতিয়াজ স্যারের জন্য সব কিছু করতে পারি এবং এই চরিত্রের জন্যেও।
পরিণীতিকে এই রিলে তাঁর বিয়ের ঠিক পরে স্টুডিওতে গান গাইতে দেখা যাবে। সিঁথিতে সিন্দুর পরা। ‘চমকিলা’ মুক্তি পেতে চলেছে ওটিটি-তে।