রাঘবের জন্য পরিনীতির উপহার একেবারেই ‘এক্সক্লুসিভ’, কোনও দোকান থেকে কেনা নয়! ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে রাঘবের জন্য নিজেই একটি গান রেকর্ড করেছেন পরিনীতি। তাঁদের বিয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বেজেছিল ‘ও পিয়া’ গানটি-ই। এই প্রথম নয়, পরিনীতি আগেও গান গেয়েছেন। নিজের ‘মেরি প্যারি বিন্দু’ ছবিতে এক জন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে গানও গেয়েছিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও গান গেয়ে পোস্ট করেন সুন্দরী।
advertisement
পরিণীতির বিয়ের পোশাক তৈরি করেছিলেন জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। সোনালি-আইভরি রঙের লেহঙ্গা জুড়ে সিরোস্কি স্টোনের কারুকাজ। গলায় হিরে, পান্না এবং অন্যান্য পোলকি পাথরের চওড়া নেকপিস। মাথায় স্টোনের টিকলি। কানে কানপাশা। সোনালি ভেইলের পিছনে দেবনাগরী হরফে লেখা ছিল ‘রাঘব’-এর নাম। রাঘব সেজেছেন পোশাকশিল্পী পবন সচদেবের পোশাকে। সাদা শেরওয়ানি, মাথায় সোনালি পাগড়ি, কাঁধে ওড়না এবং গলায় মোতির মালা।
গত সপ্তাহের শনিবার থেকেই উদয়পুরের বিলাসবহুল হোটেলে শুরু হয়ে গিয়েছিল গায়েহলুদ, মেহেন্দি থেকে নব্বইয়ের দশকের আদলে সঙ্গীতের অনুষ্ঠান। রবিবার চূড়া ও সেহরাবন্দি সেরিমনির পর সাতপাকে ঘিওরেন পরিনীতি-রাঘব। উদয়পুরে বিয়ে সেরে আপাতত দিল্লিতে শ্বশুরবাড়িতে ফিরেছেন পরিণীতি। খবর, এখন রাঘবের বাংলোতেই থাকবেন পরিনীতি।