সাধারণত রীতি মেনে যেভাবে প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান হয়, রাঘব-পরিণীতির বিয়েতে তা ধারেকাছেও ছিল না এই অনুষ্ঠান। দুই পরিবারের সকলে মিলে মিউজিকাল চেয়ার, চামচে লেবু রেখে দৌড় প্রতিযোগিতা, তিন পায়ে দৌড় প্রতিযোগিতা থেকে ক্রিকেটও খেলা হয়েছে। বরপক্ষের হয়ে মাঠে নেমেছিলেন হরভজন সিংও। রাঘবের বন্ধু হরভজন।
advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
এই খেলায় কে জিতল, কোন পরিবার হেরে গেল? পরিণীতি ছবি শেয়ার করে লিখেছেন, ‘… জেতা-হারার চেয়ে বেশি ছিল দুই পরিবারের যোগসাধন, মজা, হাসি, আনন্দের মুহূর্ত। চড্ডা-চোপড়া পরিবারের এই মহারণে দুই পক্ষই জয়ী অন্তত হৃদয় জয় করার ক্ষেত্রে।’ ছবিতে হরভজন সিং, পরিণীতি, তাঁর শাশুড়ি এবং রাঘবের পদক জয়ও শেয়ার হয়েছে।
গত রবিবার আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় রাঘব ও পরিণীতির। জানা যায়, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।