কাব্যটা হল, সম্প্রতি আলিয়া ভাটকে পাশে নিয়ে একটি ভিডিও ট্যুইটারে আপলোড করলেন পরিণীতি চোপড়া ৷ আর সেই ভিডিওটি নিয়েই আপত্তি উঠিয়েছে ট্যুইটার ৷ ট্যুইটারে আপলোড হওয়া ভিডিওটিতে পরিণীতি চোপড়া তাঁর এক বন্ধুকে জন্মদিনের উইশ করে জানালেন, ‘কম খাও, রোগ হও !’
ট্যুইটার কর্তৃপক্ষরা মনে করেন এই ধরণের মন্তব্য ভেদাভেদকে উসকে দেয় ৷ আর সেই কারণেই পরিণীতি চোপরাকে ফেক প্রোফাইল নাম দিয়ে কিছুক্ষণের জন্য ব্লক করে দেওয়া হয় ৷
advertisement
এখানেই শেষ নয়, পরিণীতি চোপড়ার এরকম ভিডিও নিয়ে সমালোচনাও শুরু হয় গোটা ট্যুইটার জুড়ে ৷
আপাতত, পরিণীতি ও আলিয়া রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ ড্রিম ট্যুরে দু’জনেই অংশ নেবেন ৷
পরিণীতি কিছু বছর আগে নিজেও ছিলেন মেদ ভরপুর এক অভিনেত্রী ৷ সম্প্রতি মেকওভার করে, নিজের মেদ ঝড়িয়ে নতুন লুকে এসেছেন পর্দায় ৷ পরিণীতির ঝুলিতে এখন অনেক ছবির অফার ৷ সম্প্রতি ‘ঢিশুম’ ছবিতে এক আইটেম নম্বরে তাঁকে দেখা গিয়েছে ৷ তাছাড়াও তিনি শেষ করেছেন ‘মেরি প্যায়ারি বিন্দু’র শ্যুটিং ৷
যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ ছবি থেকেই বলিউডে পা রাখেন পরিণীতি ৷ এর আগে যশরাজ ফিল্মসে পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করতেন তিনি ৷ সেখান থেকেই সিনেমায় আসার সুযোগ পান পরিণীতি ৷