পরিচালক রণ রাজ জানান “ছবির টাইটেল শুনে বোঝা যাচ্ছে কোনও কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত”।
advertisement
এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে এক জমিদারের চরিত্রে যাঁর দৃষ্টিশক্তি নেই। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক৷ ইন্দ্রনীল একজন সুদর্শন প্রত্নতাত্বিক ।
পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকে রয়েছে বিশেষ ঝলক৷ সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে আলাদা একটি থ্রিলার ভাব।
ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারী “পুর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড” ও ” পান্ডে মোশান পিকচার্স” এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি “পরিচয় গুপ্ত”।