জানা গিয়েছে একটি সত্য ঘটনা অবলন্বনে ওই সিনেমাটি তৈরি করা হচ্ছে। বেনারস মিডিয়াওয়ার্কস, টি সিরিজ এবং মোহনা ফ্লিল্মের যৌথ উদ্যোগে সিনেমাটি প্রকাশ পাবে। ইতিমধ্যে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করেছেন অনুভব সিনহা (Anubhab Sinha) ও ভূষণ কুমার (Bhushan Kumar)।
advertisement
সিনেমা নিয়ে ইতিমধ্যে Twitter-এ একটি পোস্ট করেছেন পরিচালক হনসল মেহেতা। তিনি লিখেছেন, “আমার নতুন ছবিতে জাহান কাপুর ও আদিত্য রাওয়ালকে সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। এটা আমাদের জন্য একটা স্পেশ্যাল ছবি। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।” পাশাপাশি অনুভব, আদিত্য ও জাহানকে ওই ট্যুইটে ট্যাগ করেন তিনি।
ওই প্রেস রিলিজে জানানো হয়েছে, দুই অভিনেতাকে বাছাই করেছেন পরিচালক হনসল মেহতা। এবং চরিত্র অনুযায়ী তাঁদের বেশ কয়েকমাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছে। এটাই জাহান কাপুরের প্রথম সিনেমায় অভিনয়। অন্য দিকে লিড রোলে প্রথম আত্মপ্রকাশ আদিত্য রাওয়ালের। এর আগে অবশ্য তাঁকে ZEE5-এর সিনেমা বামফর (Bamfaad)-এ অভিনয় করতে দেখা গিয়েছে। ওই সিনেমাটি রিলিজ করেছিল ২০২০ সালে।
এবিষয়ে একটি বক্তব্যে সিনেমার প্রোডিউসার অনুভব সিনহা বলেন, “আমি আর হনসল চেয়েছিলাম একজন নতুন কাউকে দিয়ে অভিনয় করাতে। যাতে করে দর্শকরা মনে করেন তাঁরা নির্দিষ্ট চরিত্রের মানুষটিকেই পর্দায় দেখছেন। আমরা ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু করে দিয়েছি।” গতমাসের ২৮ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমার পরিচালক হনসল জানিয়েছেন, তিনিও চেয়েছিলেন কোনও নতুন মুখকে দিয়ে অভিনয় করাতে।
এ বিষয়ে তিনি বলেন, “কর্মদক্ষতার উপর বিচার করে জাহান ও আদিত্যকে এই ছবিতে অভিনয় করানোর জন্য বাছাই করা হয়েছে। তাঁরা যে চরিত্রে অভিনয় করছেন তা বেশ জটিল। তবে আমার বিশ্বাস দর্শকরা ওই দুই অভিনেতাকে দেখতে পছন্দ করবেন।”