TRENDING:

পরবর্তী হিন্দি ছবি ‘নোটারি’-তে মুখ্য চরিত্র পরমব্রত! শুটিং শুরু সেপ্টেম্বরেই

Last Updated:

Parambrata Chatterjee : বর্তমানে অভিনেতা-পরিচালক কন্নড় পরিচালক পবন ওয়াদেয়ারের প্রথম হিন্দি ছবি 'নোটারি'-তে প্রধান ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউড এবং বলিউড উভয় ক্ষেত্রেই একজন সফল অভিনেতা। টলিউডের 'চার্মিং', 'মোস্ট এলিজিবল ব্যাচেলর', 'কৃষ্ণ', এমনই নাম দেওয়া হয়েছে তাঁকে। বয়স বাড়লেও তাঁর জাদুতে এখনও কাবু কত কত মহিলা ও পুরুষ। বর্তমানে অভিনেতা-পরিচালক কন্নড় পরিচালক পবন ওয়াদেয়ারের প্রথম হিন্দি ছবি 'নোটারি'-তে প্রধান ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত।
advertisement

সামাজিক ব্যঙ্গাত্মক বহুমুখী অভিনেতাকে একজন সৎ কর্মচারীর ভূমিকায় দেখা যাবে সিনেমায়। সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মিথ্যা বলেন না। পরমব্রতের চরিত্রটি এমন একটি পেশার যা প্রায়ই লোকেদের তাঁদের মূল বিশ্বাসের সঙ্গে আপস করতে প্রলুব্ধ করে। নৈতিকতার প্রতি সত্য থাকার সময় কীভাবে তিনি এই জাতীয় পরিস্থিতি কাটিয়ে ওঠেন সেই নিয়েই একটি গল্প।

advertisement

এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল যে ববি দেওল এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান এবং আব্রাহাম

ওয়াদেয়ারের মতে, পরমব্রতের নির্দোষ চেহারাই তাঁকে ভূমিকার জন্য উপযুক্ত করে তুলেছিল। পরিচালক প্রকাশ করেছেন যে যখন কেউ পরমকে দেখেন তখন প্রথম যে বিষয়টি মাথায় আসে তা হল তিনি একজন নীতিবান মানুষ এবং চরিত্রটির জন্য এটিই প্রয়োজন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সেপ্টেম্বরে শুটিং শুরু হবে ‘নোটারি’-এর।

advertisement

আরও পড়ুন: ভারতে সাফল্য ছিল না বলে কানাডায় যাব ভেবেছিলাম! কানাডিয়ান পাসপোর্ট করেছিলাম: অক্ষয়

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রসঙ্গত, পরমব্রত ইতিমধ্যেই তার পরবর্তী পরিচালক 'বৌদি ক্যান্টিন'-এর শুটিং শেষ করেছেন, যেখানে শুভশ্রী এবং পরম নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি বর্তমানে অরিন্দম ভট্টাচার্যের রাজনৈতিক থ্রিলার 'শিবপুর'-এর শুটিং করছেন যেখানে অভিনেতাকে একজন শীর্ষ পুলিশ হিসাবে দেখা যাবে। পরমব্রত ওয়েব সিরিজ 'মুম্বাই ডায়েরিজ'-এর দ্বিতীয় সিজনেরও অভিনয় করছেন, যা একটি গ্রে শেডের চরিত্র। এটি এমন কিছু হতে চলেছে যার অনেকগুলি শেড, যা দর্শক এর আগে দেখেনি। সুধীর মিশ্রের পরিচালনায় তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে তাঁকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পরবর্তী হিন্দি ছবি ‘নোটারি’-তে মুখ্য চরিত্র পরমব্রত! শুটিং শুরু সেপ্টেম্বরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল