ছবি শেয়ার করে পিয়া তাতে লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাস। ছবি ডাবলিন ২০২৩। আমাদের এ বছর ক্রিসমাস আগেই এসেছিল’। ছবি পোস্ট হলেই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিসমাস ইভে পরম-পিয়ার বাড়িতে জমাটি পার্টি ছিল। শাখা পলা-সিদুঁর নয়, আধুনিক নীল ড্রেসেই নজর কাড়েন সদ্য বিবাহিত পরম ঘরণী পিয়া।
advertisement
আরও পড়ুন: নীল চোখের মণি, অবশেষে সামনে এল রাহা কাপুর, বড়দিনে মেয়ের সঙ্গে পরিচয় করালেন রণবীর-আলিয়া! দেখুন ভিডিও
বিয়ে করেছেন ২৭-এ নভেম্বর৷ প্রায় ১ মাস পর ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে এক সুন্দর সন্ধ্যা কাটালেন পরম-পিয়া৷ এটাই ছিল তাঁদের বিয়ের পার্টি যেখানে কর্মক্ষেত্রের সব বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন নবদম্পতি৷ পরমব্রতর বাড়িতেই বসেছিল এই আসর৷ রাতের পার্টিতে যেন ছিল চাঁদের হাট৷ গোটা ইন্ডাস্ট্রিই যেন উপস্থিত ছিল সেখানে৷
আরও পড়ুন: কালজয়ী এক শর্তহীন প্রেমকাহিনি, অমৃতার সঙ্গে ‘দেখা’ করতে চলেই গেলেন ইমরোজ; আর তর সইল না
গত ২৭ নভেম্বর সকলকে অবাক করে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একদম ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রত-র প্রিয়জনেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F